শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে চলতি ওডিআই বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক পারফরম্যান্স করা দুই দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বুধবার পুণের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল তারা। এই ম্যাচের আগে প্রোটিয়াদের পয়েন্ট যেখানে দাঁড়িয়েছিল ১০, সেখানে নিউজ়িল্যান্ড দলের পয়েন্ট ছিল ৮। ম্যাচে যে দল জিতবে সেই দলের সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে।
এমন আবহে নিউজিল্যান্ড তাদের সেরা ব্যাটার তথা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, দলের অন্যতম সেরা পেসার লকি ফার্গুসনকে ছাড়াই নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে লড়াই করতে। আর সেই ম্যাচেই লজ্জার সম্মুখীন হতে হল তাদের। ম্যাচে ১৯০ রানের ব্যবধানে হারতে হল তাদের। ওডিআই ক্রিকেটের ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের নজির গড়ে ফেলল প্রোটিয়া বাহিনী।
পুণের এমসিএ স্টেডিয়ামের ২২ গজে এদিন সব বিভাগেই কিউয়িদের মাত দিল প্রোটিয়া বাহিনী। ব্যাটিংয়ে বড় রান করার পরে বোলিংয়ে একেবারে নাস্তানাবুদ করে দিল কিউয়িদের। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা দল পৌঁছল ১২ পয়েন্টে। পাশাপাশি ভালো নেট রান-রেটের সুবাদে ক্রমতালিকার প্রথমে চলে গেল তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখল। ফলে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ কার্যত হয়ে দাঁড়াল কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে সেমিফাইনালের দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাবে।
আরও পড়ুন:- World Cup 2023: কালোবাজারির জন্য সরানো হয়েছে ইডেনের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট, BCCI ও CAB-র নামে দায়ের হল FIR
পুণেতে এদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচে জোড়া শতরান করে দক্ষিণ আফ্রিকাকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন কুইন্টন ডি'কক এবং রাসি ভ্যান ডার দাসেন। চলতি টু্র্নামেন্টে এটি কুইন্টন ডি'ককের চতুর্থ শতরান। ১১৬ বলে ১১৪ রান করেন কুইন্টন ডি'কক।
আরও পড়ুন:- NZ vs SA: কুইন্টন-দাসেনের জোড়া ফলায় বিদ্ধ নিউজিল্যান্ড, কিউয়িদের উড়িয়ে কার্যত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
রাসি ভ্যান ডার দাসেন মাত্র ১১৮ বলে করেন ১৩৩ রান। ডেভিড মিলার ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন কুইন্টন ডি'কক এবং রাসি ভ্যান ডার দাসেন। জবাবে মাত্র ৩৫.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া উইল ইয়ং ৩৩ এবং ডারিল মিচেল ২৪ রান করেন। তাছাড়া বলার মতো রান পাননি কোনও কিউয়ি ব্যাটার। দক্ষিণ আফ্রিকার হয়ে মারকো জানসেন ৩টি এবং কেশব মহারাজ চারটি উইকেট নেন।