
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ব্যাটে বল লাগছে, আর বাউন্ডারি লাইন পেরিয়ে অনেকটা দূরে বল পড়ছে। আফগানিস্তান ম্যাচ থেকেই রোহিত শর্মার ছক্কার প্রদর্শনী শুরু হয়েছে। তাও দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে মিডিয়াম পেসারদের বিরুদ্ধে সেরকম ছক্কা হাঁকাচ্ছিলেন। আর শনিবার আমদাবাদে তো শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের মতো ‘এক্সপ্রেস’ বোলারকে অনায়াসে মাঠের বাইরে ফেলতে থাকেন রোহিত। ভারতীয় অধিনায়কের সেইসব ছক্কা দেখে হতবাক হয়ে যান অনফিল্ড আম্পায়ার মারে এরেসমাসও। ব্যাটে কিছু লাগানো আছে কিনা, তাও জানতে চান অনফিল্ড আম্পায়ার। তাতে মজার ছলে নিজের বাইসেপ দেখান রোহিত। বুঝিয়ে দেন যে ব্যাটে কিছু লাগে না তাঁর। গায়ের জোরেই রউফদের বাউন্ডারির বাইরে ফেলছেন।
তবে প্রথমে সেটা বোঝা যায়নি। ম্যাচের শেষে নিজেই সেই রহস্য ফাঁস করেন রোহিত। পাকিস্তানকে দুরমুশ করার পর রোহিতের থেকে হার্দিক পান্ডিয়া জানতে চান যে মাঠে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কী করছিলেন ভারতীয় অধিনায়ক। তা শুনে হাসতে-হাসতে রোহিত বলেন, ‘ও (মারে এরেসমাস) আমায় জিজ্ঞাসা করছিল যে এত লম্বা ছক্কা কীভাবে মারি আমি। নিশ্চয়ই ব্যাটে কিছু আছে। আমি বলি যে ব্যাটে কিছু নেই ভাই, পাওয়ার আছে।’ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আম্পায়ার যে প্রশ্নটা করেন, সেই প্রশ্নটা শুধুমাত্র তাঁর ছিল না। পুরো বিশ্বের ছিল সম্ভবত। কারণ শাহিন, হ্যারিসদের মতো বোলারদের মাঠের বাইরে ফেলাটা চাট্টিখানি ব্যাপার নয়। কিন্তু সেটাই একেবারে হাসতে-হাসতে করছিলেন ভারতের অধিনায়ক। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ছ'টি ছক্কা মারেন। একবার মাঠের বাইরে ফেলেন শাহিনকে। একটি করে ছক্কা মারেন শাদাব খান এবং মহম্মদ নওয়াজকে।
আর ‘স্পেশাল ডোজ’ ছিল হ্যারিসের জন্য। তাঁর বলে মোট তিনটি ছক্কা মারেন রোহিত। হ্যারিসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান। সেই ওভারে আরও একটি ছক্কা মারেন। যা ৯০ মিটার যায়। আর তারপর আরও একবার হ্যারিসের বলকে বাউন্ডারি লাইনের বাইরে ফেলে দেন ভারতীয় অধিনায়ক। যিনি ৬৩ বলে ৮৬ রান করেন। মাত্র ১৪ রানের জন্য বিশ্বকাপের ইতিহাসে নিজের অষ্টম শতরান করতে পারেননি। তবে ভারতের জয়ের ভিত্তিপ্রস্তর তৈরি করে দেন। যে ভিত্তিপ্রস্তরের উপর দাঁড়িয়ে ১১৭ বল বাকি থাকতেই জিতে গিয়েছে ভারত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports