অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পর মহাবিপদে পড়লেন পড়শি দেশের নিউজিল্যান্ডের তারকা জিমি নিশম। কারণ অস্ট্রেলিয়ান ভেবে রবিবার রাত থেকে তাঁকে নাকি সোশ্যাল মিডিয়ায় তুমুল গালিগালাজ করা হচ্ছে। সেরকম কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেছেন কিউয়ি তারকা। সেইসঙ্গে ইনস্টাগ্রামে মিম এবং দুটি ছবি শেয়ার করেছেন। আর খোঁচা দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আলাদা দেশ বলে যাঁরা জানেন না, তাঁরা তাঁকে মধ্যমা দেখাচ্ছেন। আর সেটা দেখে তিনি কী করবেন, সেটা ভেবে পাচ্ছেন না। যে মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নিশমের ওরকম কাণ্ড-কারখানা দেখে হাসি থামাতে পারেননি নেটিজেনরা।
রবিবার অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি পোস্ট করেন নিশম। প্রথম ছবিতে (আদতে স্ক্রিনশট ছিল) দেখা যায় যে একটি অ্যাকাউন্ট থেকে তাঁকে তুমুল গালিগালাজ করা হয়েছে। আর সেই ছবির উপর নিশম লেখেন, ‘গতরাতে (ভারতের থেকে নিউজিল্যান্ডের সময় অনেকটা এগিয়ে, ফলে ফাইনাল শেষ হওয়ার সময় নিশমদের দেশে ভোর হয়ে যায়) ম্যাচটা দেখা হয়নি। তবে অস্ট্রেলিয়া জিতেছে বলে ধারণা আমরা।’
আরও পড়ুন: Abuses hurled at Australian family: ভারতীয় হয়েও অজিদের সমর্থন? ‘নোংরামোর’ শিকার ম্যাক্সির স্ত্রী, ‘হুমকি হেডের বউকে’
দ্বিতীয় ছবিতেও দেখা গিয়েছে যে নিশমকে তুমুল গালিগালাজ করা হয়েছে। সেটাও আদতে স্ক্রিনশট ছিল। ওই ছবির সঙ্গে নিশম বলেন, ‘আমি কী মিস করে গিয়েছি?’ আর তৃতীয় পোস্টে একটি মিম শেয়ার করেন নিশম। সেই মিমের একদিকে নিশমের ছবি ছিল। ওই ছবিতে নিশমকে নিজের মধ্যমা প্রদর্শন করতে দেখা গিয়েছে। সেটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, ‘যে লোকেরা জানেন না যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আলাদা দেশ’ তাঁরা তাঁকে মধ্যমা দেখাচ্ছেন। আর অপর ছবিতে নিজের মুখের অংশ ব্যবহার করেছেন নিশম। আর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে, তিনি ভাবছেন যে এসব কী হচ্ছে। ওই লোকদের কী বোঝাব।
এমনিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের পর থেকেই অনলাইনে তাঁকে আক্রমণ শানানো হচ্ছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন। তাঁর দাবি, ভারতীয় হয়েও কেন অস্ট্রেলিয়াকে সমর্থন করছেন, তা নিয়ে আক্রমণ শানানো হচ্ছে। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম অস্ট্রেলিয়ার তারকা ট্র্যাভিস হেডের স্ত্রী এবং মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয়রা অবশ্য তাঁদের পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: PM Modi boosts Indian players' morale: বুকে টেনে নিলেন শামিকে, হারের পর ড্রেসিংরুমে গিয়ে রোহিতদের চাঙ্গা করলেন মোদী