শুভব্রত মুখোপাধ্যায়: ফুটবল বিশ্বে নেদারল্যান্ডস দল নিঃসন্দেহে অন্যতম শক্তিশালী দল। রুড গুলিট, মার্কো ভ্যান বাস্তেনদের দেশ এখন ক্রিকেটেও ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে। আর তার প্রতিফলন ঘটছে চলতি ওডিআই বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে। একের পর এক নজির গড়েছেন তাঁরা। আর গতকাল ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয় তুলে নিজেদের মুকুটে আরও একটি পালক জুড়ে দিলেন তাঁরা। প্রসঙ্গত, বিশ্বকাপে গতকালই প্রথম ম্যাচ হল কলকাতায়। প্রতিযোগিতা শুরুর ২৩ দিন পরে। আর তিলোত্তমায় প্রথম ম্যাচে যথেষ্ট দর্শক সমর্থন ছিল টাইগারদের। তারপরেও ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনওরকম কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টাইগাররা। (আরও পড়ুন: ডাচদের উত্থানে ফের লাস্টবয় ইংল্যান্ড, রান-রেটে কিউয়িদের ঘাড়ে নিঃশ্বাস অস্ট্রেলিয়ার)
আর টাইগারদের চরম ব্যর্থতার দিনেই চলতি বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করার কৃতিত্ব নিজেদের নামে করল ডাচরা। পাশাপাশি বিশ্বকাপের একটি সংস্করণে প্রথমবার দুটি ম্যাচ জয়ের নজির গড়ে ফেলল নেদারল্যান্ডস দল। বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে ৮৭ রানের বিরাট ব্যবধানে জয় পেল নেদারল্যান্ডস দল। শনিবার ইডেনের ২২ গজে কোনওরকম কোনও লড়াই দিতেই পারল না বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি এদিন ফিল্ডিংয়ে ও চরমভাবে ব্যর্থ হল শাকিব আল হাসানরা।
আরও পড়ুন: এখনও সুযোগ আছে, এই ৭টি শর্ত পূরণ হলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে পাকিস্তান
শনিবার প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস দল। তারা প্রথমে ব্যাট করে ২২৯ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন স্কট এডওয়ার্ডস। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তিনি ৩৫ রান করে আউট হয়ে যান। এছাড়া ও ওয়েসলি ব্যারেসি করেন ৪১ রান। ১০৭ রানে পাঁচ উইকেট হারানোর পরে দলকে লড়াইয়ের জায়গাতে পৌঁছে দেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। জবাবে রান তাড়া করতে নেমে ৪২.২ ওভারে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। একজন ব্যাটার ও এদিন লড়াই করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান দুজনেই ২০ রান করলেও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি।