England set a shameful example- বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিশ্বকাপের গুরুতবপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্য়ান্ড। মাত্র ৩৩.২ ওভারে ১৫৬ রান করে অলআউট হয়ে যায় গোটা ইংল্যান্ড দল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস এবং শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন লাহিরু কুমারা। ২ করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও কাসুন রজিথা। একটি উইকেট নেন মাহিশ থিকশানা।
ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের পরপর ইনিংসে ২০০ রানের কম স্কোরে অলআউট হয়েগেল। তবে শুধুমাত্র ১৯৯৯ সালে ইংলিশ দল একটি WC-তে দুটি ম্যাচে ২০০ রানের কম স্কোরে অলআউট হয়েছিল। নভেম্বর ২০১৫ থেকে জুন ২০২২ পর্যন্ত ১০২টি ওয়ানডে ইনিংসে ইংল্যান্ড তিনবার ২০০ রানের কম স্কোরে আউট হয়েছিল। এছাড়াও আরও লজ্জার রেকর্ড গড়েছে ইংল্যান্ড দল।
২০২৩ বিশ্বকাপের সর্বনিম্ন টোটাল
৯০ – নেদারল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, দিল্লি,
১৩৯ – আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড, চেন্নাই
১৫৬ – আফগানিস্তান বনাম BAN, ধর্মশালা
১৫৬ – ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, বেঙ্গালুরু*
১৭০ – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ওয়াংখেড়ে
ইংল্যান্ডের ১৫৬ রানের এই স্কোরটি বেঙ্গালুরুতে ওডিআইতে সর্বনিম্ন স্কোর। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের নামে। ১৯৯৯ সালে ভারত বনাম পাকিস্তান দলকে মাত্র ১৬৮ রানে হারিয়েছিল। শুধু তাই নয়, এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ১৭০ রানের কম স্কোরে আউট হয়েছে ইংল্যান্ড দল। এর আগে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে ১৭০ রানে অলআউট হয়েছে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন স্কোরও।
এই সেঞ্চুরিতে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বনিম্ন অলআউট স্কোর
১২৩ বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০১৫
১৫৪ বনাম দক্ষিণ আফ্রিকা, ব্রিজটাউন, ২০০৭
১৫৬ বনাম শ্রীলঙ্কা, বেঙ্গালুরু, ২০২৩*
১৬৮ বনাম ভারত, ডারবান, ২০০৩
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর
ডাম্বুলায় ৮৮, ২০০৩
ডাম্বুলায় ১৪৩, ২০০১
বেঙ্গালুরুতে ১৫৬, ২০২৩*
মোরাতুওয়াতে ১৮০, ১৯৯৩
এদিনের ম্যাচে ইংল্যান্ড ১৫৬ রানে অলআউট হওয়ার পর ভারত-পাকিস্তান ম্যাচের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে যায়। আসলে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংল্যান্ড সর্বনিম্ন অলআউট স্কোর করেছে। এর আগে এই রেকর্ড ছিল ভারতের নামে ছিল। ভারতীয় দল ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৮ রানে অলআউট হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান ২৯১/৮ স্কোর করেছিল এবং ১২৩ রানে জিতেছিল। পাকিস্তানের হয়ে দারুণ খেলেছিলেন আজহার মাহমুদ। তিনি ১০ ওভারে ৩৮ রানে ৫ জন ভারতীয় খেলোয়াড়কে প্যাভিলিয়নে পাঠান।
বেঙ্গালুরুতে ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর
২০২৩ সালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার ১৫৬ রান
১৯৯৯ সালে ভারত বনাম পাকিস্তান ১৬৮ রান
১৯৯৩ সালে ভারত বনাম ইংল্যান্ড ১৭০ রান