ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড - ২০১৯ সাল এবং ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে তিনটি দল একই থাকল। শুধু ২০১৯ সালে যেখানে ইংল্যান্ড উঠেছিল, সেই জায়গাটা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, চার বছরের ব্যবধানে দুই বিশ্বকাপের চূড়ান্ত পয়েন্ট তালিকার আরও একাধিক মিল আছে। আগেরবারও গ্রুপ পর্যায়ের শেষে শীর্ষস্থানে ছিল ভারত। চতুর্থ স্থানে ছিল নিউজিল্যান্ড। আর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল কিউয়িদের। এবারও সেটাই হয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ড এবং পাকিস্তানের টক্কর হয়। সেই মিলের পাশাপাশি একাধিক অমিলও আছে। ২০১৯ সালে ভারত গ্রুপ পর্যায়ের শেষে শীর্ষস্থানে থাকলে সেই বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে সব ম্যাচে জিততে পারেনি। একটি ম্যাচে হেরেছিল। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। এবার সব ম্যাচেই জিতেছে ভারত। গতবার পয়েন্ট টেবিলের একেবারে নীচে ছিল আফগানিস্তান। এবার ছয় নম্বরে শেষ করেছে।
আরও পড়ুন: World Cup 2023: ভয়ডরহীন রোহিত, ২০ ওভারেই ‘অর্ধেক’ ম্যাচ জয়- কোন ৯ কারণে বিশ্বকাপে অপরাজিত ভারত?
২০২৩ সালের বিশ্বকাপের পয়েন্ট তালিকা
২০১৯ সালের বিশ্বকাপের পয়েন্ট তালিকা
২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি
১) প্রথম সেমিফাইনাল: ভারত বনাম নিউজিল্যান্ড, ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই), ১৫ নভেম্বর (বুধবার), দুপুর ২টো।
২) দ্বিতীয় সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ইডেন গার্ডেন্স (কলকাতা), ১৬ নভেম্বর (বৃহস্পতিবার), দুপুর ২টো।
৩) ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম (আমদাবাদ), ১৯ নভেম্বর (রবিবার), দুপুর ২টো।