প্রথম ডেট। আর সেই ডেটে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। যে উপহার দেবেন, সেটা পছন্দ হবে কিনা। ‘ফার্স্ট ইম্প্রেসন’-টা কী হবে, সেইসব নিয়ে অনেক চিন্তাভাবনা থাকে। তবে নিজের টিন্ডার ডেটকে যে উপহার দিলেন মুম্বইয়ের এক যুবক, তাতে মুগ্ধ হয়ে গেলেন যুবতী। ওই যুবতী জানিয়েছেন টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেডের দিন তাঁদের প্রথম ডেট ছিল। আর প্রথম ডেটের দিনে তাঁকে 'বিরাটের উড়ন্ত চুমু' উপহার দিয়েছেন যুবক। আর তাতে তিনি পুরোপুরি অভিভূত হয়ে গিয়েছেন। ওই ডেটকে জীবনের সেরা ডেটেরও তকমা দিয়েছেন যুবতী। আর তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলতে শুরু করেছেন যে ‘এখনই বিয়ে করে নিন।’
যুবতী কী পোস্ট করেন?
গত বৃহস্পতিবার মুম্বইয়ে টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেডের পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ দুটি ছবি শেয়ার করে যুবতী লেখেন, '(টিম ইন্ডিয়ার) ভিকট্রি প্যারেডে কোহলির থেকে উড়ন্ত চুমু পাইয়ে দিল আমার টিন্ডার ম্যাচ। জীবনের সেরা প্রথম ডেট এটা।' সেইসঙ্গে ওই যুবতী দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দু'জনে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। অপর ছবিতে শুধুমাত্র যুবক ছিলেন। আর লেখা আছে, ‘প্রত্যেক ১৯ নভেম্বরের জন্য একটা ২৯ জুন থাকে।’
বিয়ে করে ফেলুন এখনই, আপ্লুত নেটিজেনরাও
আর যুবতীর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেছেন, 'ওঁকে এখনই বিয়ে করে নিন। এখনই।' অপর একজন বলেন, 'আপনাদের শুভেচ্ছা।' এক নেটিজেন বলেন, 'তাহলে তো বিয়েটা নিশ্চিত হয়ে গেল।' এক নেটিজেন আবার ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের মুহূর্তে রবি শাস্ত্রী সেই অবিস্মরণীয় কমেন্ট্রির ধাঁচে ওই যুবক-যুবতীর ডেটের ব্যাখ্যা দিয়েছেন।
‘ইটস অ্যা টিন্ডার ম্যাচ’
ওই নেটিজেন বলেন, 'টিন্ডার ম্যাচ ফিনিনেশ অফ ইন সোয়াইপ। ইটস আ টিন্ডার ম্যাচ, হু হ্যাজ বিন অ্যাবসোলিউটলি ম্যাগনিসিফেন্ট ইন দ্য নাইট অফ দ্য ফাইনাল।' আর শাস্ত্রী বলেছিলেন, ‘ধোনি ফিনিশেশ অফ ইন স্টাইল। আ ম্যাগনিফিসেন্ট স্ট্রাইক ইনটু দ্য ক্রাউড। ইন্ডিয়া লিফট দ্য ওয়ার্ল্ড কাপ আফটার ২৮ ইয়ার্স। দ্য পার্টি স্টার্টস ইন দ্য ড্রেসিংরম অ্যান্ড ইটস অ্যান ইন্ডিয়ান ক্যাপ্টেন, হু হ্যাজ বিন অ্যাবসোলিউটলি ম্যাগনিফিসেন্ট ইন দ্য নাইটস অফ দ্য ফাইনাল।’