ক্রিকেটের ময়দানে অবিশ্বাস্য সব ফিল্ডিংয়ের নমুনা দেখা গিয়েছে এতদিনে। অসাধারণ সব ক্যাচ ধরতে দেখা গিয়েছে ফিল্ডারদের। তবে বিশ্বকাপের আবহে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ক্যাচের ভিডিয়ো ঘোরাফেরা করছে, তার তুলনা মেলা ভার। এমন ক্যাচ আগে কখনও দেখা গিয়েছে কিনা, পরিসংখ্যানবিদরাও মনে করতে পারবেন না। মজার ছলে এটিকে সর্বকালের সেরা ক্যাচ হিসেবেও বর্ণনা করা হচ্ছে।
লাল টেনিস বলের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কেরালা প্রিমিয়র লিগে এমন একটি ক্যাচ ধরেন কেপিএ ১২৩ দলের উইকেটকিপার, যা দেখে হেসে মাঠেই লুটোপুটি খেলেন তাঁর সতীর্থরা। ধারাভাষ্যকারদেরও বিস্ময়ের ঘোর কাটছিল না বেশ কিছুক্ষণ।
বাঁ-হাতি বোলারের বল ডানহাতি ব্যাটারের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের কাছে উড়ে যায়। উইকেটকিপার ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। তবে তিনি বল দস্তানাবন্দি করতে পারেননি। বল গ্লাভসে লেগে ছিটকে যায়। ভারি শরীরের উইকেটকিপার ডাইভ দেওয়ার পরে তড়িঘড়ি মাঠ ছেড়ে উঠতে পারেননি। কাকতলীয়ভাবে বল তাঁর গ্লাভস থেকে ছিটকে যাওয়ার পরে উইকেটকিপারের পিঠের উপরে গিয়ে পড়ে এবং সেখানেই আটকে যায়।
উইকেটকিপার বিষয়টি বুঝতে পেরেই বেশি নড়াচড়া করেননি। তিনি দুই গ্লাভস দিয়ে পিঠ আড়াল করেন, যাতে বল গড়িয়ে যেতে না পারে। পরে সতীর্থ খেলোয়াড় দৌড়ে গিয়ে বল তুলে নেন উইকেটকিপারের পিঠ থেকে। স্বাভাবিকভাবেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ব্যাটসম্যানকে।
উইকেটকিপারকে এভাবে ক্যাচ নিতে দেখে হাসির রোল ওঠে মাঠে। সতীর্থ ক্রিকেটারদের কার্যত হেসে গড়াগড়ি দিতে দেখা যায় মাঠে। এমন অবিশ্বাস্য ক্যাচ এর আগে কেউ দেখেননি নিশ্চিত। স্বাভাবিকভাবেই এমন ক্যাচের ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।