বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি সম্পর্কে প্রায়ই শোনা যায়, তারা দু'জনেই লন্ডনে নিজেদের নতুন সংসার পেতেছেন। তাঁদের দু'জনকে অনেক বার লন্ডনে দেখাও গিয়েছে। কোহলি এবং অনুষ্কার লন্ডনে বাসস্থান স্থানান্তরের সিদ্ধান্ত সম্পর্কে নতুন তথ্য ভাগ করে নিয়েছেন মাধুরী দীক্ষিতের স্বামী ডঃ শ্রীরাম নেনে। একটি পডকাস্টে রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে কথোপকথনের সময়ে ডঃ নেনে প্রকাশ করেছেন যে, ভারতীয় জনসাধারণের তীব্র সমালোচনার সম্মুখীন হতে না পেরে, এই সেলিব্রিটি দম্পতি লন্ডনে চলে গিয়েছেন।
বিরাট এবং অনুষ্কা সম্পর্কে ডঃ নেনে ঠিক কী বলেছেন?
শ্রীরাম নেনে কোহলির প্রশংসা করে প্রথমে বলেছেন, ‘আমি ওকে (বিরাট কোহলি) অনেক সম্মান করি। ওর সঙ্গে অনেক বার দেখা হয়েছে, ও খুব ভালো মানুষ।’ এর সঙ্গেই তিনি জানিয়েছেন, বিরাট ও অনুষ্কা কেন লন্ডনে চলে গেলেন?
ডঃ নেনের দাবি, ‘একদিন আমরা অনুষ্কার সঙ্গে কথা বলছিলাম, এবং খুব আকর্ষণীয় কথাবার্তা হচ্ছিল। ওরা লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছিল কারণ এখানে (ভারতে) ওরা ওদের সাফল্য উপভোগ করতে পারছিল না। আর আমরা ওর অস্বস্তি বুঝতে পারি। কারণ ওরা ভারতে যা কিছুই করে, সেটা সকলের মনোযোগ আকর্ষণ করে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমরা Aদের দু'জনকেই ধন্যবাদ জানাই। ওরা দু'জনেই যে সিদ্ধান্তই নিক না কেন, তা সকলের জন্য একটি শিক্ষা। কিন্তু, এই বিষয়ে আমাদের মধ্যে মতভেদ আছে।’
আসলে এই দম্পতি বিদেশে সাদাসিধে জীবন বেছে নিয়েছেন, ভারতে তাঁদের পেশাগত প্রতিশ্রুতি বজায় রেখে, পরিবারের জন্য স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাইছেন এবং তাঁরা কিছুটা গোপনীয়তা খুঁজছেন। নেনে জানিয়েছেন, ‘অনুষ্কা এবং বিরাট খুব ভালো এবং ওরা ওদের সন্তানদের স্বাভাবিক ভাবে বড় করতে চায়।’ প্রসঙ্গত, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ২০১৭ সালে বিয়ে করেছিলেন। দু'জনেই ইতালিতে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তাঁদের একটি কন্যা সন্তান হয়। এবং ২০২৪ সালে তাঁদের একটি পুত্র সন্তানের জন্ম হয়।
আরও পড়ুন: সামনে দুর্গম গিরি, তবু IPL 2025-এর প্লে-অফে এখনও উঠতে পারে CSK, জেনে নিন কোন সমীকরণে
এদিকে, বিরাট কোহলি এই মুহূর্তে ২২ গজে জ্বলজ্বল করছেন। ২০২৫ সালের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন। তিনি সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে এক ভেন্যুতে সর্বাধিক অর্ধশতরান করার বিশ্ব রেকর্ডও গড়েছেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি মোট ২৬টি হাফসেঞ্চুরির রেকর্ড করেছেন। কোহলি এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।