Sourav Ganguly's statement: ২০১৯ সাল থেকে ভারতের মহিলা ক্রিকেট নাকি পুরুষদের ক্রিকেটের চেয়ে বেশি উন্নতি করেছে। এমনটাই বিশ্বাস করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বাস করেন যে ২০১৯ সাল থেকে ভারতে মহিলাদের ক্রিকেট পুরুষদের ক্রিকেটের চেয়ে বেশি এগিয়েছে। সৌরভের মতে টিম ইন্ডিয়ার পুরুষদের ক্রিকেটের চেয়েও বেশি এগিয়েছে ভারতের মহিলাদের ক্রিকেট। তাঁর মতে পুরুষদের ক্রিকেট তো সবসময়ই ভালো অবস্থায় ছিল। তবে এবারে নাকি অনেকটা এগিয়েছে ভারতের মহিলা ক্রিকেট।
৫১ বছর বয়সি সৌরভ গঙ্গোপাধ্যায় জিও সিনেমাকে বলেছেন, ‘ভারতে মহিলাদের ক্রিকেট ২০১৯ সাল থেকে অনেক এগিয়েছে, এমনকি পুরুষদের ক্রিকেটের চেয়েও বেশি এগিয়েছে। পুরুষদের ক্রিকেট সবসময় ভালো অবস্থায় ছিল।’ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন মহিলা ক্রিকেট অতীত থেকে বর্তমানে যে যাত্রা করেছে তা সত্যি প্রশংসনীয়। সৌরভ গঙ্গোপাধ্যায় এই সময়ে ভারতীয় মহিলা দলের সাফল্য গুলোকে তুলে ধরেন এবং হরমনপ্রীতদের এশিয়া কাপ জয়, বিশ্বকাপের পারফরম্যান্স এবং কমনওয়েলথ গেমসের রানার আপ হওয়ার গল্প শোনান। সৌরভ গঙ্গোপাধ্যায় এই সময়ে হরমনপ্রীত, স্মৃতি, রিচা, জেমিমা, শেফালিদের কথা তুলে ধরেন।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘মহিলা ক্রিকেট সেখান থেকে এখানে যে যাত্রাটা করেছে তা সত্যি প্রশংসনীয়। এশিয়া কাপ জেতা, বিশ্বকাপে পারফর্ম করা এবং কমনওয়েলথ গেমসে রানার্সআপ হওয়া।’ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘হরমনপ্রীত, স্মৃতি, রিচা, জেমিমা, শেফালি, সকলের অগ্রগতি চিত্তাকর্ষক।’ মহারাজ আরও বলেছেন, ‘যখন ঝুলন গোস্বামী অবসর নিয়েছিলেন, আমি ভাবছিলাম পরবর্তী ফাস্ট বোলার কোথা থেকে আসবে, কিন্তু গত তিন বছরে রেনুকা সিং ঠাকুর এসেছেন। এটা ছিল মহিলা ক্রিকেটের জন্য খুবই ভালো বিষয়।’
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তিনি সাম্প্রতিক মহিলা প্রিমিয়ার লিগের নিলামে দলগুলির দ্বারা ভারতের প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা দেখে বেশ খুশি হয়েছেন। তবে এর মাঝেই ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সান্ত্বনামূলক জয় নথিভুক্ত করেছে। ভারতীয় মহিলা দলের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে, ওপেনার স্মৃতি মান্ধানার ৪৮ রানের ইনিংসের ভিত্তিতে, ভারতীয় মহিলা দল রবিবার মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে হারের মুখে পড়তে হয়েছিল। ইংল্যান্ড সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে। ২০ ওভারে ইংল্যান্ডকে ১২৬ রানে অলআউট করার পর, ভারত এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে ১৩০ রান করে ম্যাচটি জিতেছিল।