টেস্ট ক্রিকেট হোক বা ওয়ান ডে অথবা টি-২০, বিরাট কোহলিকে বল করার আগে বুক কাঁপা স্বাভাবিক সব বোলারদের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও চলতি আইপিএলে যে রকম ধারাবাহিক পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন কোহলি, তাতে বিরাটকে কীভাবে আউট করা যাবে, সেই উপায় খুঁজে বার করতে মাথা খুঁড়ে মরছেন বোলাররা।
তবে ক্রিকেট বিশ্বে এমন কোনও বোলার রয়েছেন, যাঁর মুখোমুখি হওয়া কঠিন মনে হয় কোহলির? জবাব দিলেন বিরাট নিজেই। তিনি স্পষ্ট জানালেন যে, এমন বেশ কিছু বোলার রয়েছেন, ফর্ম্যাটভেদে যাঁদের মোকাবিলা করা তাঁর কঠিন মনে হয়েছে।
কোহলি প্রথমেই জানান যে, টেস্টে কোন বোলারকে খেলা তাঁর কাছে কঠিন মনে হয়েছে। এক্ষেত্রে বিরাটের জবাব শুনে অনেকেই মেনে নেবেন যে, লাল বলের ক্রিকেটে সেই বোলারের মোকাবিলা করা খুব সহজ নয়। তিনি অন্য কেউ নন, ইংল্যান্ডের প্রাক্তন পেসার জেমস অ্যান্ডারসনকে টেস্টে মোকাবিলা করা কঠিন মনে হয়েছে কোহলির। উল্লেখ্য, অ্যান্ডারসন জীবনে কখনও আইপিএল খেলেননি। অর্থাৎ, কখনও আইপিএল না খেলা বোলারকেই টেস্টের সব থেকে কঠিন প্রতিপক্ষ মনে হয়েছে কোহলির।
আরও পড়ুন:- CSK-র ‘জেল এডিশন’ জার্সি বিক্রি চিন্নাস্বামীতে, RCB সমর্থকরা বদলা নিতেই এমন কাণ্ড ঘটালেন
আরসিবি তারকাদের নিয়ে অনুষ্ঠিত একটি ইভেন্টে কোহলি তাঁর খেলা সব থেকে কঠিন টি-২০ বোলার হিসেবে নাম নেন সুনীল নারিনের। ক্যারিবিয়ান স্পিনার দেড় দশক ধরে যে রকম ধারাবাহিকভাবে ভালো বল করে চলেছেন, সে কথা উল্লেখ করতেও ভোলেননি বিরাট।
ওয়ান ডে ক্রিকেটে এক্ষেত্রে শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গাকে অন্যতম কঠিন বোলার হিসেবে উল্লেখ করেন বিরাট। তবে তার পরেই তিনি ওয়ান ডে ক্রিকেটে নিজের খেলা সব থেকে কঠিন স্পিনার হিসেবে নাম নেম ইংল্যান্ডের আদিল রশিদের।
আরও পড়ুন:- পহেলগাঁও হামলায় মদত দিয়েছে পাক সেনা? বাবর আজম কি সত্যিই সবাইকে জানিয়ে দিলেন আসল ঘটনা?
বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ার
বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন। ২১০টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন ৯২৩০ রান। সেঞ্চুরি করেছেন ৩০টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৩১টি। বিরাট ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩০২টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ২৯০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন সাকুল্যে ১৪১৮১ রান। সেঞ্চুরি করেছেন ৫১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৭৪টি।