ব্যাট হাতে দুরন্ত শতরান সঞ্জু স্যামসনের। যদিও অধিনায়কের সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচ হারতে হয় কেরলকে। মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে মাঠ মাতালেন দুই যুবরাজ সিং।
বেঙ্গালুরুতে এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে কেরল ও রেলওয়েজ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রেলওয়েজ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। চার নম্বরে ব্যাট করতে নেমে যুবরাজ সিং ১২১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১৩৬ বলের ইনিংসে তিনি ১৩টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৬১ রান করেন প্রথম সিং। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩১ রান করেন ক্যাপ্টেন তথা উইকেটকিপার উপেন্দ্র যাদব। শিবম চৌধরী ৩, বিবেক সিং ১১, আশুতোষ শর্মা ২ ও ভার্গব মেরিয়া অপরাজিত ৭ রান করেন।
কেরলের বৈশাখ চন্দ্রন ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট দখল করেন বাসিল থাম্পি, আকিন সাতার ও অখিল। উইকেট পাননি শ্রেয়স গোপাল।
জবাবে ব্যাট করতে নেমে কেরল ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৩৭ রানে আটকে যায়। ১৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রেলওয়েজ। অধিনায়কোচিত দৃঢ়তায় বুক চিতিয়ে লড়াই চালান স্যামসন। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৩৯ বলে ১২৮ রান করে সাজঘরে ফেরেন। শ্রেয়স গোপাল করেন ৫৩ রান। ৬৩ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান শুধু কৃষ্ণ প্রসাদের ২৯। যদিও তিনি ৫১টি বল খরচ করেন এই রান সংগ্রহ করতে।
রেলওয়েজের রাহুল শর্মা ৪৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। হিমাংশু সাঙ্গওয়ান নেনে ২টি উইকেট। ১টি করে উইকেট দখল করেন রাজ চৌধরী ও করণ শর্মা। উইকেট পাননি শিবম চৌধরী।
অন্যদিকে আমদাবাদে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে সি-গ্রুপের ম্যাচে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন হরিয়ানার ওপেনার যুবরাজ সিং। তিনি ব্যক্তিগত ৫৮ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন। ৮২ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন। ম্যাচে ২ বল বাকি থাকতে ৪ উইকেটের উত্তেজক জয় তুলে নেয় হরিয়ানা। জম্মু-কাশ্মীরের ২৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ৪৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়।