
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শনিবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে মাঠে নামছে ভারত। চ্যালেঞ্জ সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীর জুটির সামনে। শ্রীলঙ্কাকে হারানোর থেকেও টিম ম্যানেজমেন্টের কাছে বড় চ্যালেঞ্জ দল বাছাই। কারণ ভারতীয় ক্রিকেট দলে এই মূহূর্তে এক ঝাঁক প্রতিভাবান ক্রিকটোর রয়েছেন। জিম্বাবোয়ে সিরিজ জেতা ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজে নেওয়া হয়নি, তাতেও দলে ক্রিকেটারের কোনও খামতি নেই। বরং একজনকে খেলাতে গেলে বসাতে হচ্ছে আরেকজন যোগ্য ক্রিকেটারকেই, যা নিয়ে নাজেহাল অবস্থা গৌতির। বড়সড় অঘটন না ঘটলে, টি২০ বিশ্বকাপের মতো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচেও খেলতে নামা হচ্ছে না সঞ্জু স্যামসনের। কারণ উইকেটরক্ষক পজিশনে খেলবেন ঋষভ পন্তই।
আরও পড়ুন-বিরাট, রোহিত না ধোনি, সেরা অধিনায়ক কে? বুমরাহ বললেন এদের কেউ নন, তিনিই সেরা!
টি২০ থেকে একসঙ্গে তিন তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা অবসর ঘোষণা করেছেন। যদিও তাতে এক ফোটাও সমস্যা হচ্ছে না ভারতীয় দলের। অন্তত শ্রীলঙ্কা সিরিজে খুব একটা সমস্যা হওয়ারও নয়, কারণ এতটাই রিজার্ভ বেঞ্চ শক্তিশালী টিম ইন্ডিয়ার। ওপেনিং করতে চলেছেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে আসবেন সূর্যকুমার যাদব, চার নম্বরে ঋষভ পন্ত। তাঁর দলে ঢোকা মানেই সুযোর পাওয়ার সম্ভাবনা কমে যাওয়া সঞ্জু স্যামসনের। যদি না তাঁকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানো হয়।
আরও পড়ুন-বদলা নিতে চান! তাই মোহনবাগানের বাতিল হেক্টর যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে!
পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবেন তা নিশ্চিত। কারণ তাঁর অলরাউন্ড পারফরমেন্স দলকে অনেক বেশি সমৃদ্ধ করে, তাই এই স্পট নিয়ে কোনও প্রতিযোগিতা নেই। তবে ৬ নম্বর জায়গা নিয়ে অবশ্যই লড়াই রয়েছে শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের মধ্যে। দুজনের মধ্যে একজন সুযোগ পাবেন লঙ্কানদের বিরুদ্ধে প্রথম একাদশে। এরপর দুই স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং ওয়াসিংটন সুন্দর থাকছেন। স্পেশালিস্ট স্পিনার হিসেবে রাখা হতে পারে রবি বিষ্ণৈকেও। পেস বোলিংয়ে আর্শদীপ সিংয়ের সঙ্গী হলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে পতাকা বহন করলেন সিন্ধু-শরথরা! অতীতে কারা পেয়েছেন এই দায়িত্ব, জেনে নিন
পাল্লাকেলেতে সাধারণত ব্যাটাররা সুবিধা পান। সন্ধ্যার ম্যাচে শুরুর দিকে বল কিছুটা সুইং হতে পারে, যার জন্য সাবধান থাকতে হবে ব্যাটারদের। তবে উইকেটে টিকে গেলে ব্যাটাররা ভালোই রান পাবেন বলে আশা করছেন কিউরেটর। সকালের দিকে পাল্লাকেলেতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সন্ধ্যায় ম্যাচের সময় সেই সম্ভাবনা নেই বলেই জানা গেছে। তবে বৃষ্টি নিয়ে একটা সংশয়ের অবকাশ থাকায় টস জিতে অধিনায়ক চাইবেন ফিল্ডিং নিতে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports