গৌতম গম্ভীরের সিদ্ধান্তেই সায় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ইন্ডিয়ার কোচের পদে বসার আগেই গৌতি শর্ত দিয়েছিলেন বোর্ডকে, তাঁকে তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ নিতে দিতে হবে। অর্থাৎ নিজের সেট টিম নিয়ে কাজ করতেই পছন্দ করেন গৌতি, বোর্ড একমাত্র বিনয় কুমারকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ারের পর এবার সহকারী কোচ হিসেবে নেদারল্যান্ডসের প্রাক্তনী রায়ান টেন দুশখাতেকে নিয়োগ করল। ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের গৌতির সঙ্গে কাজ করা এই কোচ। সিরিজ শুরুর আগেই লঙ্কায় গৌতির পুরো সাপোর্ট স্টাফের টিমই পাঠাতে চেয়েছিল বোর্ড। বোলিং কোচ এখনও ঠিক না হলেও, অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে সেদেশে পাঠাল বিসিসিআই।
আরও পড়ুন-‘এবার পারফরমেন্স আরও ভালো হবে!’ অলিম্পিক্স অভিযান শুরুর আগে দেশবাসীকে বার্তা সিন্ধুর
গৌতম গম্ভীর ভারতীয় দলে আসার পরই জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবারে আইপিএল জিতেছেন শ্রেয়স। একই সঙ্গে কেকেআরের তরুণ পেস বোলার হর্ষিত রানাকেও লঙ্কার সফরের সিমিত ওভারের সিরিজে রাখা হয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি গৌতি জাতীয় দলে এবার দেখা দিল কেকেআরের সাপোর্ট স্টাফদের। এরা সকলেই এবছরের আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে অবদান রেখেছিলেন।
আরও পড়ুন-মার্কিন মুলুকে হেড-ম্যাক্সওয়েল ঝড়! কামিন্সদের হারিয়ে MLC-র ফাইনালে ওয়াসিংটন ফ্রিডম!
প্রথম দিন অনুশীলনে যোগ দিয়ে মূলত দলের বাকিদের সঙ্গে কথা বলেন রায়ান টেন দুশখাতে। ভারতীয় দলের বোলিং কোচ নিয়ে অবশ্য এখন সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। প্রথম বিনয় কুমারের নাম প্রস্তাব করলেও গৌতির সেই আবেদনে সাড়া দেয়নি বোর্ড। এরপর মর্নি মরকেলের নাম প্রস্তাব করেন। বড়সড় অঘটন না ঘটলে প্রোটিয়াদের এই প্রাক্তন পেসারকেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দেখা যাবে আগামী কয়েক বছর। আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে খেলার পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন-‘কোচ হওয়ার যোগ্য ছিলাম, আমার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে’, বিস্ফোরক হাবাস
ভারতীয় দলের ফিল্ডিং কোচ নিয়ে অবশ্য বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে গৌতির পছন্দ টিকছে না। কারণ গত কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে কাজ করা টি দিলীপকেই এই পদে বহাল রাখছে বোর্ড। কারণ এই পদে তিনি অসাধারণ কাজ করেছেন। গত ওডিআই বিশ্বকাপ এবং সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ভালো পারফরমেন্সের পিছনে ফিল্ডিংয়ের অবদান ছিল অনস্বীকার্য। সেক্ষেত্রে তারই পুরস্কার পেয়েছেন টি দিলীপ। একমাত্র এই পদেই গৌতম গম্ভীরের প্রস্তাব শোনা হলে না। শনিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ।