ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে নাম ভাসছিল অ্যান্তোনিও লোপেজ হাবাসের। মোহনবাগান দলকে গতবার আইএসএলে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছিলেন। যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তাঁকে কোচ করে এনেছিল, সেই কাজে তিনি সফল। মরশুমের মাঝপথে ভাঙা মাঝমাঠ সঙ্গে টানা হারের ধাক্কা খেতে খেতে জর্জরিত অবস্থা ছিলেন জুয়ান ফেরান্দোর মোহনবাগানের। কিন্তু স্প্যানিশ বসের ছোঁয়াতেই বদলে গেছিল চিত্র, শুরু হয় বসন্তের আগমন। এরপর মোহনবাগান আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় তাঁর হাত ধরেই। যদিও তাঁকে আর এই মরশুমে কোচ করেনি সবুজ মেরুন ম্যানেজমেন্ট, চেয়েছিলেন জাতীয় দলের কোচ হতে। সেটাও হয়নি, কারণ স্বদেশী ম্যানোলো মার্কোয়েজ সেই পদে এসেছেন। যদিও ভারতীয় ফুটবলের জন্য তিনি যে কাজ চালিয়ে যাবেন, তা স্পষ্ট করে দিলেন হাবাস।
আরও পড়ুন-সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে! ছিটকে গেলেন নাইট রাইডার্সে খেলা পেসার…
এই মরশুমে আইলিগের ক্লাব ইন্টার কাশী দলের কোচের পদে দেখা যাবে অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। অতীতে কলকাতা, পুণেতেও আইএসএলে কোচিং করিয়েছেন হাবাস। তবে আইলিগে এই প্রথম। যদিও প্রাক্তন মোহনবাগান কোচ কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করছেন, সঙ্গে কথা দিচ্ছেন ভারতীয় ফুটবল দলের স্বার্থে তিনি সাপ্লাই লাইন গড়তে থাকবেন, যাতে দেশের ফুটবলের আখেরে উন্নতি সাধন হয়। তবে জাতীয় দলের কোচ হতে না পারায় আক্ষেপ রয়েছে স্প্যানিশ বসের।
আরও পড়ুন-বাজবলের মতো পাকিস্তান ক্রিকেটেও নতুন স্টাইল আনতে চান টেস্ট কোচ জ্যাসন গিলেসপি
বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত অ্যান্তোনিও লোপেজ হাবাস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ভারতীয় দলের কোচ হিসেবে মনোনিত হওয়ার যোগ্য ছিলাম। আমি তিনটে আইএসএল জিতেছি, চারবার ফাইনাল খেলেছি। এদেশের ফুটবল সম্পর্কে আরেকজন ভারতীয় যা ভাবে, আমিও সেরকমই ভাবি। আমায় কোচ করা হয়নি, সেটা আমি মেনে নিচ্ছি। তবে জাতীয় দলের অনেক ফুটবলারকেই আমি কোচিং করিয়েছি। আমি ভারতীয় ফুটবলকে অবশ্যই সাহায্য করবে ইন্টার কাশী দলে ফুটবলার তৈরি করে। এটা আমি এতদিন করে এসেছি, এই কাজই আগামী দিনে করব ’।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ের ড্র! শুরু থেকেই পথ কঠিন নিখাত-লভলিনাদের… বাই পেলেন অমিত!
এক অংশের সাংবাদিকের ওপর অবশ্য ক্ষোভ রয়েছে হাবাসের। তাঁর মতে কিছু সংবাদমাধ্যমের ভুল খবরের জন্যই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, যার ফলে তিনি জাতীয় দলের কোচ হতে পারেননি। হাবাসের কথায়, ‘আমি এক শ্রেণীর সংবাদমাধ্যমকে নিয়ে হতাশ। তাঁরা মোহনবাগান থেকে আমার ছাড়ার কারণ দেখাতে গিয়ে আমার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, আমি কিন্তু একদম ফিট রয়েছি আগের মতোই। তবে আপাতত ইন্টার কাশী নিয়েই ভাবছি। উত্তর প্রদেশের মতো সুন্দর রাজ্যে ফুটবলের উন্নতি করতে চাই’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।