শুভব্রত মুখার্জি: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স করেছেন ভারতীয় দলের ওপেনার তথা বাঁ-হাতি ব্যাটার যশস্বী জসওয়াল। তাঁর করা অনবদ্য অর্ধশতরানে ভর করেই এই ম্যাচে ভারতের জয়ের পথ প্রশস্ত হয়েছে। হোলকার স্টেডিয়ামে রবিবার যে অসাধারণ ব্যাটিং করেছেন, তাতে বেশ খুশি যশস্বী জসওয়াল নিজেও। পাশাপাশি ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারদের সঙ্গে ব্যাট করতে পারার অভিজ্ঞতাও যে অনন্য, তাও জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মার মতো সিনিয়রদের দলে থাকা যে অনবদ্য তাও জানিয়েছেন যশস্বী।
বিসিসিআই-এর তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে যশস্বীকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ব্যাটিং (দ্বিতীয় টি-২০'তে) খুব উপভোগ করেছি। পিচটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমাদের সামনে জয়ের লক্ষ্যমাত্রাও বেশ ভালো ছিল। আমার একটাই ফোকাস ছিল। তা হল দলের হয়ে ভালো একটা শুরু করা। তার পর সেই ধারা বজায় রেখে আরও রান করা। আমি খুশি ম্যাচে আমি সেটাই করতে সমর্থ হয়েছি। বিরাট (কোহলি) ভাইয়ার সঙ্গে ব্যাটিং করার মজাটাই আলাদা। আমার কাছে গর্বের বিষয় বিরাট ভাই, রোহিত (শর্মা) ভাইদের সঙ্গে একসঙ্গে খেলতে পারাটা। আমরা আলোচনা করছিলাম কখন কোন শটটা আমরা খেলব। এই উইকেটে কোন শটটা খেলাটা ঠিক হবে।’
আরও পড়ুন: লারার মতো চারশোর ইনিংস খেললেন কর্ণাটকের তরুণ,ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁলেন ৭৬ বছর আগের রেকর্ড
প্রসঙ্গত ভারতীয় টি-২০ দলে দীর্ঘ দিন পরে ফিরে এসেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যশস্বী জানিয়েছেন, রোহিত শর্মা তাঁকে সেই স্বাধীনতা দেন, যাতে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন। যশস্বী জসওয়াল যোগ করেছেন, ‘আমাকে রোহিত ভাই সব সময় বলে, যাও ২২ গজে গিয়ে ভয়ডরহীন ভাবে ক্রিকেটটা খেল। যে শটগুলো তুমি খেলতে ভালোবাসো, সেটা খেল। রোহিত ভাই সব সময়ে আমার পাশে রয়েছে। আমাকে সব সময়ে দেখাশোনা করে। আমি মনে করি, ওর মতো একজন সিনিয়র ক্রিকেটারের দলে থাকাটা দুরন্ত বিষয়।’ ফারুকীর রান আউট প্রসঙ্গে যশস্বী জসওয়াল বলেছেন, ‘আমি একটু দোনোমনো করছিলাম। ডাইরেক্ট হিট করব নাকি, দৌড়ে গিয়ে রান আউট করব। তারপর আমি বুঝতে পারি যে, আমি দৌড়েই ফারুকিকে রান আউট করতে পারব। আর তার পরেই দৌড়ে গিয়ে আমি বেলগুলো ফেলে দিয়ে ওকে রান আউট করে দিই।’