টি২০ বিশ্বকাপে এবারে বেশ ছন্দের মধ্যেই রয়েছেন ভারতীয় দলের দুই ক্রিকেটার ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া। যেই ম্যাচে ব্যাটাররা তেমন রান পাচ্ছেন না, সেই ম্যাচে দলের হয়ে লড়ে যাচ্ছেন এই দুই ক্রিকেটার। শুধু ব্য়াট হাতেই নয়, ফিল্ডিং বা বোলিংয়ের সময়ও নিজেদের কাজ ভালোভাবেই সাড়ছেন পন্ত এবং পান্ডিয়া, আইপিএলে দুই হেভিওয়েট দলের অধিনায়ক। এবার ম্যাচের মধ্যেই খোশমেজাজে দেখা গেল দুই ক্রিকেটারকে। তুললেন সেলফি, সেই ছবি পোস্ট হল সোশাল মিডিয়াতেও সম্প্রচারকারী সংস্থার তরফে। এই ছবি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় তোলেন ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।
আরও পড়ুন-‘সিরাজ তো খেতে বসেছে’, ভুল নামে ডাকতেই সাংবাদিককে সটান জবাব সূর্যকুমার যাদবের
এবারের টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ঋষভ পন্ত করেছেন ৪ ম্যাচে ১১৬ রান। ইতিমধ্যেই উইকেটের পিছনে করে ফেলেছেন ১০টি শিকার, নাম তুলে ফেলেছেন রেকর্ড বুকেও। হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে দুই ম্যাচে ৩৯ রান করলেও বল হাতে নিয়েছেন সাত উইকেট। ভারতীয় দলের তিন পেসারের সঙ্গেই পাল্লা দিয়ে বোলিং করছেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ব্যাটাররা যখন ফর্মের মধ্যে নেই, তখনই এই দুই ক্রিকেটারই মোটামুটি ফর্মের মধ্যে থাকায় বেশ চাপহীন রয়েছেন। সেই সুবাদেই আফগানিস্তান ম্যাচের মাঝেই করলেন মজাদার সেলিব্রেশন। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল, একঝলকে দেখে নিন।
আরও পড়ুন-‘রোহিতকে তোমরা এটা বলতে পারো না…’৪ ম্যাচে ৭৬ রান করেও সানিকে পাশে পেলেন হিটম্যান
আফগানিস্তানের ষষ্ঠ উইকেটের পতনের পর যখন ভারতীয় দলের বাকি সদস্যরা ব্যস্ত উচ্ছাস করতে, তখনই মাঠের স্পাইডারক্যামকে নিয়ে সেলফি তোলেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত। বুমরার বলে নাজিবুল্লাহ জাদ্রান আউট হতেই কার্যত বোঝা গেছিল, এই ম্যাচ ভারতীয় দলই জিততে চলেছে। যা দেখে ধারাভাষ্যকারের আসনে বসা রবি শাস্ত্রীও বলেন, ‘ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া মাঠের মধ্যে ক্যামেরা নিয়ে মজা করছে ’ ।
আরও পড়ুন-ক্যাচ নিতে গিয়ে প্রায় ধাক্কা রোহিতকে, পন্তকে 'মধুর' শিক্ষা হিটম্যানের, ভিডিয়ো
ভিডিয়োতে দেখা যায় হার্দিক পান্ডিয়া স্পাইডারক্যাম নিয়ে সেলফি তোলার সময় ভিক্টরি অর্থাৎ ভি(V) সাইন দেখাচ্ছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্ত, অর্থাৎ ততক্ষণে তিনি আঁচ করে ফেলেছেন ম্যাচ জিতছে ভারতই। কারণ আফগানদের ষষ্ঠ উইকেটের পতনের সময় তাঁদের রান ছিল মাত্র ১০২। শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করতে মুখিয়ে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে ভারত হারিয়ে দিলে এবং আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়ে দিলে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে ভারত এবং অস্ট্রেলিয়া।