বাংলা নিউজ > ক্রিকেট > Rinku Singh in SMAT 2023: শেষ ১২ বলে ৩৯ রান! রিঙ্কুর হাতে বেধড়ক মার খেলেন ভারতীয় তারকা, করলেন অপরাজিত ৭৭
পরবর্তী খবর
Rinku Singh in SMAT 2023: শেষ ১২ বলে ৩৯ রান! রিঙ্কুর হাতে বেধড়ক মার খেলেন ভারতীয় তারকা, করলেন অপরাজিত ৭৭
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2023, 01:58 PM ISTAyan Das
সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার-ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে ঝড় তুললেন রিঙ্কু সিং। ৩৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ব্যাটার। আর সবথেকে তাৎপর্যপূর্ণ শেষ বলে ৩৯ রান করেন তিনি।
ভারতে টি-টোয়েন্টি ক্রিকেটে কি তিনিই এই মুহূর্তে ভারতের সেরা ‘ফিনিশার’? ফের সেই আলোচনা জিইয়ে দিলেন রিঙ্কু সিং। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার-ফাইনালে ঝড় তুললেন উত্তরপ্রদেশ তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটার। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৭ রান করেন। চারটি চার এবং ছ'টি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ছিল ২৩৩.৩৩। সেটা ছাড়াও যে কায়দায় তিনি ইনিংস শেষ করেছেন, সেটা আরও আকর্ষণীয় ছিল। কারণ একটা সময় ২১ বলে ৩৮ রানে খেলছিলেন। সেখান থেকে ৩৩ বলে ৭৭ রানে ইনিংস শেষ করেন রিঙ্কু।
বৃহস্পতিবার মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৬৯ রান তোলে উত্তরপ্রদেশ। একাই অপরাজিত ৭৭ রান করেন রিঙ্কু। অথচ ১৮ ওভারের শেষেও বলা যাচ্ছিল না যে মোহালিতে রিঙ্কু-ঝড় উঠবে। সেইসময় ২১ বলে ৩৮ রানে খেলছিলেন। তারপরই হাত খোলেন কেকেআরের তারকা ব্যাটার। শেষ দুই ওভারের ১২টি বলই খেলেন। আর ওই ১২ বলে ৩৯ রান করেন। বেধড়ক মার খান সিদ্ধার্থ কৌল এবং আর্শদীপ সিং। কৌলের ১৯ তম ওভারে ১৭ রান করেন রিঙ্কু। আর আর্শদীপের ২০ তম ওভারে তোলেন ২৩ রান।
এমনিতে রিঙ্কু রান পেলেও ব্যর্থ হয়েছেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা। তিনে নেমে ১৮ বলে ১৭ রান করেন। রান-আউট করে দেন মনদীপ সিং। ব্যর্থ হন উত্তরপ্রদেশের দুই ওপেনার - অভিষেক গোস্বামী এবং করণ শর্মা। টপ-অর্ডারের ব্যর্থতার পর চতুর্থ উইকেটের জুটিতে উত্তরপ্রদেশকে টেনে নিয়ে যান রিঙ্কু এবং সমীর রিজভি। তাঁদের জুটিতে ৫৩ বলে ১১৬ রান ওঠে। সেই জুটির সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৬৯ রান তোলে উত্তরপ্রদেশ। ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন রিজভি।