IPL 2025-র ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ জিতলেই কার্যত প্লে অফের টিকিট হাতের মুঠোয় চলে আসবে বিরাট কোহলির দলে। পাশাপাশি রজত পতিদারের দল আবারও আইপিএল ২০২৫-র পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে যাবে।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতবারও আইপিএলে চিন্নাস্বামীর মাঠে প্রথমে ফিল্ডিং করেছিল রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। তবে সেই ম্যাচে ধোনিরা হেরে যান। যশ দয়ালের শেষ ওভারে সিএসকের হয়ে ম্যাচ জেতাতে পারেননি মাহি, তাতেই তাঁরা হেরে প্লে অফ থেকে ছিটকে যান। আর এবার অবশ্য আগেই তাঁরা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে।
বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন জাদেজা
এদিকে এই ম্যাচেই বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শ্রীলঙ্কার ক্রিকেটার তথা চেন্নাই সুপার কিংসের তারকা খেলোয়াড় মথিসা পাথিরানা। ক্যাচ ধরতে গিয়ে তিনি সংঘর্ষে জড়ান, আর তারপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখে আরসিবি, সিএসকে দুই দলের সমর্থকদেরই কার্যত এক মূহূর্তের জন্য হার্টবিট থেমে গেছিল।
চতুর্থ ওভারে বোলিং করছিলেন অংশুল কম্বোজ। পঞ্চম বলটি তিনি করেন জ্যাকব বেথেলের বিরুদ্ধে। মারমুখী বেথেল এদিন পাওয়ারপ্লেতে সল্টের জায়গায় বেশ আগ্রাসী ক্রিকেট খেলছিলেন। ফলে অংশুলের বলেও তিনি বড় শট খেলতে যান। কিন্তু বলের সঙ্গে ব্যাটের কানেকশন ভালো না হতেই বল আকাশে উঠে গেছিল পয়েন্টের দিকে।