সাম্প্রতিকালে ভারতীয় দলের অন্যতম সফল কোচের নাম রবি শাস্ত্রী। বিশ্বকাপ দিতে না পারলেও তাঁর আমলে বিদেশের মাটিতে গিয়ে একাধিক সিরিজেই নজরকাড়া পারফরমেন্স করেছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে কাছ থেকে দেখেছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি দুজনকেই। সাম্প্রতিক সময়ের টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে সব থেকে জনপ্রীয় কোচও রবি শাস্ত্রী, কারণ অবশ্যই নিজের সুপার কুল অ্যাটিটিউড এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব। ৬০ বছর পেরিয়ে যাওয়া প্রায় বুড়ো লোকটাও কখন যে ছেলের বয়সী রোহিত শর্মা, বিরাট কোহলিদের বন্ধু হয়ে যান, সেটা তাঁরাও বুঝতে পারেননা। এমনই বর্ণময় চরিত্র রবি শাস্ত্রী। ওয়েস্ট ইন্ডিজে সদ্য পড়েছেন লাগেজ বিড়ম্বনায়, তবুও বিন্দাস মেজাজেই রয়েছেন রোহিতদের প্রাক্তন হেডস্যার। নিজেকে বলছেন, ড্রাগ মাফিয়া।
আরও পড়ুন-শেষ বলে চার! নাটকীয়ভাবে টাই নর্দাম্পটনশায়ার বনাম লেস্টারশায়ার ম্যাচ, রইল ভিডিয়ো
দঃ আমেরিকার দেশগুলোতে ড্রাগের ব্যাপক চল রয়েছে। বহু জায়গায় নিষিদ্ধ হলেও ড্রাগ মাফিরয়ারা নিজেদের ব্যবসা দেদার চালিয়ে যান। সেখানেই এবারে বসেছে টি২০ বিশ্বকাপের আসর। তারই মধ্যে বার্বাদোস থেকে অ্যান্টিগা যাচ্ছিল ভারতীয় দল। সঙ্গে ছিলেন রবি শাস্ত্রীও। এরই মধ্যে লাগেজ বদলে যায় তাঁর, যার ফলে বিমানবন্দর থেকে নিজের লাগেজ নিয়ে হোটেলে আসতে পারেননি তিনি।এরপর সোশাল নেটওয়ার্কিং সাইটে সেকথা বলতে গিয়ে একটু দুষ্টমি করলেন শাস্ত্রী।
আরও পড়ুন-জিতছেন বুঝেই ম্যাচ চলাকালীন স্পাইডারক্যামে সেলফি হার্দিক-পন্তের! ভাইরাল ভিডিয়ো
সোশাল নেটওয়ার্কিং সাইটে নিজের একটি ছবি পোস্ট করেছেন সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা রবি শাস্ত্রী। সেখানে দেখা যাচ্ছে, সাদা গাউন পড়ে ব্রেকফাস্ট সাড়ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ, সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অ্যান্টিগায় এরকম পোষাকে বসে নিজেকে ড্রাগ মাফিয়া মনে হচ্ছে। এখনও আমার লাগেজ অন্য দ্বীপপুঞ্জে রয়েছে। কত তাড়াতাড়ি সেগুলো আসে, সেটারই অপেক্ষায় রয়েছি’ ।
আরও পড়ুন-'আমি খুশি নই......'রাখঢাক নয়, সরাসরি রান না পাওয়া কোহলিকে শক্তিশেল বিক্রমের
ভারত বনাম আফগানিস্তানের শেষ আটের ম্যাচে টসের সময় উপস্থিত ছিলেন এই বর্ষিয়ান ধারাভাষ্যকার। সেই ম্যাচ জিতে যায় ভারত। শনিবার রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতেই অ্যান্টিগায় চলে এসেছিলেন শাস্ত্রী, কিন্তু যাত্রাপথের মাঝেই ঘটে বিপত্তি। লাগেজ এদিক ওদিক হয়ে যায় তাঁর। ফলে পোষাক বদলের খুব বেশি সুযোগ পাচ্ছেন না তিনি। অনেক প্রাক্তনী এমন পরিস্থিতিতে নিজের বিরক্তি প্রকাশ করতেন হয়ত, কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও ফিল গুড মেজাজে থাকা রোহিতদের প্রাক্তন হেডস্যার মজাদার পোস্ট করেই সকলকে জানিয়েছেন নিজের বিড়ম্বনার কথা।