বর্ণোজ্জ্বল কেরিয়ারে ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে মাতামাতি করার প্রবণত কখনই চোখে পড়েনি মনোজ তিওয়ারির মধ্যে। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক সবার কাছেই স্পেশাল হয়। আসলে এই মালস্টোনগুলিই বুঝিয়ে দেয়, কত নিষ্ঠার সঙ্গে দলের সেবা করেছেন ক্রিকেটাররা। দীর্ঘ দু'দশকের কেরিয়ারে অনুরাগীদের ভালোবায়ায় অনুপ্রেরণা খুঁজে নেওয়া মনোজ তাই এমন বিশেষ মুহূর্তটিকে সমর্থকদের মধ্যে বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করলেন না।
শুক্রবার অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত হাফ-সেঞ্চুরি করার পথে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন মনোজ তিওয়ারি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০০০০ রানের মাইলস্টোন টপকে যান তিনি। মনোজের এই নজির নিয়ে উৎফুল্ল দেখায় সতীর্থদের। তবে দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় তিওয়ারি খুশি ভাগ করে নেন সমর্থকদের সঙ্গে।
টুইটারে তিওয়ারি লেখেন, ‘আমি কখনই ব্যক্তিগত মাইলস্টোনের ভক্ত নই। দলের হিতে নিজের অবদান রাখাই আমার সর্বদা লক্ষ্য থাকে। সারা কেরিয়ার জুড়ে সেই চেষ্টাই করে গিয়েছি। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা নিঃসন্দেহে স্পেশাল। কেননা যাদের হয়েই মাঠে নামি না কেন, আমি এই রান সংগ্রহ করেছি নিজের দলের জন্য। সর্বদা পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তটাও আপনাদের সকলের জন্য।’
উল্লেখ্য়, চলতি রঞ্জি মরশুমের প্রথম তিনটি ম্য়াচের ৩টি ইনিংসে ব্যাট করে মনোজ তিওয়ারি সংগ্রহ করেন যথাক্রমে ৩২, ৩ ও ১৯ রান। ইঙ্গিত দিয়েও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। অবশেষে অসমের বিরুদ্ধে চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন মনোজ। তিনি প্রথম দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৬৮ রানে। ১৮২ বলের ধৈর্য্যশীল ইনিংসে তিনি ৭টি চার মারেন।
১০ হাজার রানের মাইলস্টোন ছুঁতে বাংলা দলনায়কের দরকার ছিল মোটে ৩৮ রান। গুয়াহাটিতে মনোজ সেই রান সংগ্রহ করে নেন অনায়াসে এবং লক্ষ্যে পৌঁছে যান। ১৪৫টি ফার্স্ট ক্লাস ম্যাচের ২২৯টি ইনিংসে ব্যাট করতে নেমে তিওয়ারি এই কৃতিত্ব অর্জন করেন।
মনোজ তিওয়ারি বাংলার চতুর্থ ব্যাটার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে যান। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন বাংলার পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়।
ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি টপকানো বাংলার ব্যাটাররা:-
১. পঙ্কজ রায়: ১৮৫টি ম্যাচের ২৯৮টি ইনিংসে ১১৮৬৮ রান।
২. অরুণ লাল: ১৫৬টি ম্যাচের ২৪০টি ইনিংসে ১০৪২১ রান।
৩. সৌরভ গঙ্গোপাধ্যায়: ২৫৪টি ম্যাচের ৩৯৯টি ইনিংসে ১৫৬৮৭ রান।
৪. মনোজ তিওয়ারি: ১৪৫টি ম্যাচের ২২৯টি ইনিংসে আপাতত ১০০৩০ রান।