বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs MUM Ranji Trophy 2024: ৭ উইকেট মোহিতের, ইডেনে ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না বাংলা
পরবর্তী খবর

BENG vs MUM Ranji Trophy 2024: ৭ উইকেট মোহিতের, ইডেনে ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না বাংলা

মনোজ তিওয়ারি। ছবি- পিটিআই।

Bengal vs Mumbai Ranji Trophy ২০২৪: ইডেনে ৪০০ রানের গণ্ডি টপকে প্রথম ইনিংসে অল-আউট হয় মুম্বই। পালটা ব্যাট করতে নেমে বাংলা দুই ইনিংস মিলিয়েও মুম্বইয়ের রান টপকাতে পারেনি।

ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় বাংলাকে। ঘরের মাঠে মুম্বইকে শুরুতে ব্যাট করতে ডাকেন বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। মুম্বই একসময় ৩৪৭ রানে ৯ উইকেট হারানো সত্ত্বেও প্রথম ইনিংসে ৪১২ রান তুলে ফেলে। হাফ-সেঞ্চুরি করেন সূর্যাংশ শেজ, শিবম দুবে ও তনুষ কোটিয়ান। বাংলার সুরজ জসওয়াল একাই নেন ৬টি উইকেট। পালটা ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯৯ রানে। দুর্দান্ত শতরান করেন অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসের নিরিখে ২১৩ রানে এগিয়ে থেকে বাংলাকে ফলো-অন করায় মুম্বই। তৃতীয় দিনে বাংলা তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২০৯ রানে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। মোহিত আবস্তি একাই ৭ উইকেট নিয়ে ধস নামান বাংলার দ্বিতীয় ইনিংসে।

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের তৃতীয় দিনের স্কোরকার্ড:-

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের তৃতীয় দিনের আপডেট:-

— মুম্বইয়ের ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে ১৯৯ রান তোলে। ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মনোজ তিওয়ারিরা অল-আউট হন ২০৯ রানে। মুম্বই এক ইনিংস ও ৪ রানে ম্যাচ জিতে ৭ পয়েন্ট ঘরে তোলে। বাংলাকে মাঠ ছাড়তে হয় খালি হাতে। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়া মোহিত আবস্তি ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

— ৫৯.৪ ওভারে অথর্ব আঙ্কোলেকরের বলে বোল্ড হয়ে মাছ ছাড়েন অঙ্কিত মিশ্র। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে অল-আউট হয়ে যায়। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১২ রান করে নট-আউট থাকেন ইশান পোড়েল। দ্বিতীয় ইনিংসে মোহিত আবস্তি ৫২ রানে ৭ উইকেট দখল করেন।

— ৫৬.৬ ওভারে মোহিত আবস্তির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মহম্মদ কাইফ। ১৬ বলে ১ রান করেন তিনি। বাংলা ২০৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত মিশ্র।

— ৫৪.৪ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিষেক পোড়েল। ৮৩ বলে ৮২ রান করেন তিনি। মারেন ১৫টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।

— ৫২.৪ ওভারে মোহিত আবস্তির বলে রয়স্টোন ডায়াসের হাতে ধরা পড়েন সুরজ জসওয়াল। ১০ বলে ৩ রান করেন তিনি। বাংলা ১৯৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ কাইফ।

— ৫০.২ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন করণ লাল। ১৮ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলা ১৮৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুরজ জসওয়াল।

— তৃতীয় দিনের চায়ের বিরতিতে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলেছে। তারা ৫০ ওভার ব্যাট করেছে। অভিষেক পোড়েল ৭৩ বলে ৭৩ রান করেছেন। তিনি ১৪টি চার মেরেছেন। ১৭ বলে ১২ রান করেছেন করণ লাল। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ইনিংস হার এড়াতে বাংলার দরকার এখনও ৩০ রান।

— ১০টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক পোড়েল। বাংলার স্কোর ৫ উইকেটে ১৬০ রান।

— ৪৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ব্যাট হাতে লড়াই জারি রেখেছেন উইকেটকিপার অভিষেক পোড়েল।

— ৪১.৩ ওভারে তনুষ কোটিয়ানের বলে পৃথ্বী শ-র হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ৭৯ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৫টি চার। বাংলা ১২৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন করণ লাল।

— ৩৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ১০৬ রান। ৪৭ বলে ১৮ রান করেছেন মনোজ। মেরেছেন ৪টি চার। ২০ বলে ১৭ রান করেছেন অভিষেক পোড়েল। মেরেছেন ৩টি চার।

— ২৬.৩ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অনুষ্টুপ মজুমদার। ৪৯ বলে ১৪ রান করেন তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৪ উইকেট হারায়। অনুষ্টুপ আউট হওয়া মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। মনোজ তিওয়ারি ব্যাট করছেন ব্যক্তিগত ৫ রানে। ২৮ বলের ইনিংসে তিনি ১টি চার মেরেছেন। মুম্বইয়ের থেকে এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে বাংলা।

— ১৬.৫ ওভারে রয়স্টোন ডায়াসের বলে হার্দিক তামোরের হাতে ধরা পড়েন সুদীপ ঘরামি। ৩৪ বলে ২০ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।

— ১৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ৫০ রান। ২৭ বলে ১৮ রান করেছেন সুদীপ ঘরামি। মেরেছেন ৪টি চার। ১৪ বলে ২ রান করেছেন অনুষ্টুপ মজুমদার।

— ৯.১ ওভারে মোহিত আবস্তির বলে অথর্ব আঙ্কোলেকরের হাতে ধরা পড়েন শ্রেয়াংশ ঘোষ। ২২ বলে ৫ রান করেন তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।

— ৭.৫ ওভারে মোহিত আবস্তির বলে তনুষ কোটিয়ানের হাতে ধরা পড়েন সৌরভ পাল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন সৌরভ। বাংলা দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন সুদীপ ঘরামি।

— প্রথম ইনিংসের নিরিখে ২১৩ রানে এগিয়ে থেকে বাংলাকে ফলো-অন করায় মুম্বই। তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ওপেন করতে নামেন সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষ।

— দ্বিতীয় দিনেই বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯৯ রানে। তারা ৫৬ ওভার ব্যাট করে। অনুষ্টুপ মজুমদার ১০৮ রান করে অপরাজিত থাকেন। ৩৬ রান করেন মনোজ তিওয়ারি। মোহিত আবস্তি ৩টি এবং রয়স্টোন ডায়াস ও শিবম দুবে ২টি করে উইকেট দখল করেন।

— দ্বিতীয় দিনে মুম্বই তাদের প্রথম ইনিংস শেষ করে ৪১২ রানে। তারা ৯৪.৩ ওভার ব্যাট করে। শিবম দুবে ৭২, সূর্যাংশ শেজ ৭১, তনুষ কোটিয়ান ৬৭, অথর্ব আঙ্কোলেকর ৪৬, রয়স্টোন ডায়াস ৪৬ ও পৃথ্বী শ ৩৫ রান করেন। ১২৪ রানে ৬টি উইকেট নেন সুরজ জসওয়াল। ৬৭ রানে ২টি উইকেট নেন মহম্মদ কাইফ।

— ইডেনে টস জিতে মুম্বইকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। মুম্বই প্রথম দিনে ৭৫ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে।

Latest News

মাথায় শোলার মুকুট, পরনে বেনারসি, এবার বিয়ের পিঁড়িতে রাইমা? পাত্র কে জানেন? দোসার স্বাদ ভুলতে পারবে না বাড়ির লোক! বানিয়ে ফেলুন এই স্পেশাল ডাল দিয়ে ‘ECB-র আরও আগেই পতৌদির নামাঙ্কিত পদকের কথা ঘোষণা করা উচিত ছিল’! ক্ষুব্ধ ফারুখ আজ ৩০ জুন থেকে সিংহ সহ বহু রাশির জীবনে আসতে চলেছে সমৃদ্ধি! কৃপার মেজাজে মঙ্গল হুগলির ৪টি সমবায় সমবায় নির্বাচনে সবুজ ঝড়, বড় জয় পেল তৃণমূল কংগ্রেস ফের হিংসা মণিপুরে! আততায়ীদের গুলিতে ঝাঁঝরা মহিলা সহ ৪ জন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইন্দ্রদীপ দাশগুপ্ত, এখন কেমন আছেন? 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের জন্য আবেদন ধোনির! মিলল অনুমতি, রয়েছে কলকাতা যোগও মহরম ২০২৫ সালে কবে পালন করা হবে? কোন ঘটনা এর নেপথ্যে? জানুন ইতিহাস ও গুরুত্ব কসবাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Latest cricket News in Bangla

‘ECB-র আরও আগেই পতৌদির নামাঙ্কিত পদকের কথা ঘোষণা করা উচিত ছিল’! ক্ষুব্ধ ফারুখ ফের অর্ধশতরান হাতছাড়া বৈভব সূর্যবংশীর, ইংল্যান্ড সফরে টানা ৩ ম্যাচে ব্যর্থ আয়ুষ সিরিজের আগেই তো হেরে বসে আছে ভারত! গিলের অধিনায়কত্বে ক্ষোভ ইংল্যান্ড তারকার পাকিস্তান রয়েছে পাকিস্তানেই! কোচের পদ নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে! দায়িত্বে আজহার দঃ আফ্রিকার অধিনায়ক হয়েই বড় নজির! টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোন মহারাজের বুমরাহ বোলিং করতে আসার আগেই রান তুলে নিতে চাইছিলাম! অকপট ইংরেজ ব্যাটার উইলিয়ামসের শতরান সত্ত্বেও প্রোটিয়াদের বিরুদ্ধে ১ম ইনিংসে পিছিয়ে পড়ল জিম্বাবোয়ে ফের শতরান ডু'প্লেসির, পোলার্ডের ঝোড়ো ইনিংস সত্ত্বেও ৭ ম্যাচে ৬ নম্বর হার MI-এর দুরন্ত ছয় হাঁকানোর পরেই, মাটিতে লুটিয়ে পড়েন, খেলার মাঝেই প্রয়াত ব্যাটার- ভিডিয়ো উইকেট তো নিতে পারছেন না, অন্তত ব্যাটে রানই করুক! টানা ব্যাটিং প্র্যাকটিস সিরাজের

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.