ফিল্ডিংয়ের ক্ষেত্রে খারার দশা অব্যাহত রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের। এদিন আরসিবির বিপক্ষে ফের একবার সহজ ক্যাচ মিস করলেন রাজস্থানের স্টপ গ্যাপ অধিনায়ক। চিন্নাস্বামীতে যদি সল্টের ক্যাচ তিনি নিয়ে নিতে পারতেন, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে পাওয়ারপ্লের মধ্যে ৫০ রানের গণ্ডি টপকে যাওয়া সহজ হত না।
এই ম্যাচে রাজস্থান দলে আনা হয় আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ফজলহক ফারুকিকে। তিনি এদিন নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই ফিল সল্টকে প্রায় সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন। আরসিবির ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় দ্বিতীয় বলেই মিড অফের দিকে শট খেলেন ফিল সল্ট। সেখানে ফিল্ডিং করছিলেন রিয়ান পরাগ, বল তাঁর কাছেই যায়।
তিনি ডাইভ দিয়ে বল ক্যাচ নিয়েও প্রায় ফেলেছিলেন, কিন্তু ঠিকভাবে বল কন্ট্রোলে রাখতে পারেননি, তাতে বল হাত থেকে বেরিয়ে যায়। ক্যাচ মিসের ফলে রিয়ান এক লজ্জার রেকর্ড গড়ে ফেললেন। তিনি এই নিয়ে এবারের আইপিএলে ৩টি ক্যাচ মিস করলেন, যা এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ মিস।
IPL-এ খারাপ রেকর্ড রিয়ানের
পরিসংখ্যান বলছে এবারের আইপিএলে সব থেকে ক্যাচ মিস করা ফিল্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছেন রাজস্থানের এই ম্যাচের অধিনায়ক রিয়ান। তিনি প্রায় ৬২.৫ শতাংশ ক্যাচই মিস করেছেন এবারের আইপিএলে, যা অবশ্য দলের জন্য অত্যন্ত খারাপ দিক। এদিনের ম্যাচে সল্টের ক্যাচ মিসের পর ইংরেজ তারকা করলেন ২৬ রান।
রিয়ান পরাগের ক্যাচ মিস দেখে তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না সুনীল গাভাসকরও। তাঁকে বলতে শোনা গেল, ‘ক্যাপ্টেন্সি তো ব্যাটিং বোলিংয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে দেখেছি। এবার কি ক্যাপ্টেন্সি ক্যাচিংয়ের ক্ষেত্রেও প্রভাব ফেলছে?’
পাওয়ারপ্লেতে RCB-র স্কোর ৫৯ রান
পাওয়ারপ্লেতে আরসিবি তুলে ফেলে বিনা উইকেটে ৫৯ রান। সৌজন্যে বিরাট কোহলি এবং ফিল সল্টের জুটি। তবে অন্যদিনের মতো এদিন সল্ট খুব একটা সহজাতভাবে ব্যাটিং করলেন না। বরং অনেকটাই খোলসে ঢুকিয়ে রেখেছিলেন। করলেন ২৩ বলে ২৬ রান, মারলেন চারটি চার। বিরাট কোহলি অবশ্য পাওয়ারপ্লের মধ্যেই ১৬ বলে ২৭ রান তুলে ফেলেন।
স্পিন খেলতে গিয়ে আউট সল্ট
হাসারাঙ্গার বলে কভারের দিকে শট খেলতে গিয়ে আউট হলেন ফিল সল্ট। স্পিনের বিরুদ্ধে সল্টের খেলার যে সমস্যা, সেটাই আবারও দেখা দিল এই ম্যাচে। কারণ প্রথম ছয় ওভার ফাস্ট বোলাররা করছিল, সেখানে ভালোই গতিতে রান তুলছিল আরসিবি, তবে স্পিনার হাসারাঙ্গা আসতেই সল্ট আউট হয়ে যান। এরপর ১০ ওভার শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮৩ রান।