টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ দল আয়ারল্যান্ড হলেও প্রথম ম্যাচে অর্ধশতরান পাওয়ায় পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জায়গায় থাকবেন টিম ইন্ডিয়ার দলনেতা। কিন্তু আয়ারল্যান্ড ম্যাচে পুরো সময় ব্যাটিং করতে পারলেন না মুম্বইকর ব্যাটার। নিউ ইয়র্কের পিচ বরাবরই ব্যাটারদের বিপাকে ফেলেছে এবারের টি২০ বিশ্বকাপে। আন ইভেন বাউন্সের জন্য রোহিত শর্মাকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়, ব্যথায় কাবু হতে দেখা যায় ভারতের এই ওপেনিং ব্যাটারকে, যা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ। যে পিচে খেলতে গিয়ে ক্রিকেটাররা চোট পাচ্ছেন, আইসিসি কিভাবে সেই পিচকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুন-৩ ম্যাচে বিরাটের স্কোর ১০…অস্ট্রেলিয়া,ইংল্যান্ড যা পারেনি করে দেখাল আয়ারল্যান্ড
ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিত শর্মার চোট বড় প্রশ্ন তুলে দিয়েছে। কারণ যেভাবে উইকেটে বড় বড় ফাটল দেখা দিয়েছে, তাতে ব্যাটাররা বড় ধরণের চোট পেতেই পারেন ফাস্ট বোলারদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছিলেন, এই পিচে কেন আগে কয়েকটা প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি, যাতে উইকেট সেট হয়ে যায়। অর্থাৎ নতুন বসানো ড্রপ ইন উইকেটে এমন ফাটল বা বাউন্স অস্বাভাবিক নয়, কিন্তু তা ঠিক করারও পদ্ধতি রয়েছে। তবে এক্ষেত্রে কেন উইকেট পুরোপুরি তৈরি করা হয়নি, সেই প্রশ্নই তোলা হয়েছিল। আয়ারল্যান্ডের জোস লিটলের বলে রোহিত শর্মা ডান হাতে চোট পান, এক্ষেত্রে স্পষ্টই বোঝা যায় উইকেটের অপ্রত্যাশিত বাউন্সই এই চোটের কারণ।
আরও পড়ুন-দুর্ঘটনার দেড় বছর পর জাতীয় দলে ফিরেই ভারতকে জেতালেন পন্ত…ধন্যবাদ দিলেন ভগবানকে
রোহিত শর্মা পাকিস্তান ম্যাচে আগে সুস্থ হয়ে গেলেও, সেই ম্যাচে ব্যাটারদের ক্ষেত্রে আর নতুন কি বিড়ম্বনা অপেক্ষা করছে, সেটাই চিন্তার বিষয়। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, রোহিতের চোট গুরুতর নয়। পাকিস্তান ম্যাচের আগে এখনও তিনদিন সময় থাকায় রোহিত শর্মা সুস্থ হয়ে যাবে। রোহিত তাঁকে জানিয়েছে চোটের জায়গায় একটু ফুলে রয়েছে,তবে তিনি এখন ঠিক আছেন।
টিম ইন্ডিয়ার সঙ্গে জড়িত এক কর্তা জানিয়েছেন, ‘এই পিচটা একদম নতুন। পিচে ঘাস থাকলেও কিছু কিছু জায়গায় বড় ফাটল লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে লেন্থে কিছু বদল হবেই। নতুন পিচের ক্ষেত্রে আগে একবার পরীক্ষা করে নেওয়া উচিত। তারপরই সেই পিচ ছাড়া উচিত। চারটি পিচই একই রকমে, এটা টি২০ ক্রিকেটের জন্য সঠিক উইকেট নয়। রোহিত শর্মার যে বড় সড় চোট লাগেনি এটাই বড় বিষয় ’ ।
আরও পড়ুন-৪ ওভারে ৪ রানে ২ উইকেট!T20 World Cup-এর সবচেয়ে কৃপণ বোলিং উগান্ডার সুবুগার
প্রসঙ্গত জসপ্রীত বুমরার বলে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরও আহত হন। প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠানও সমালোচনা করেছেন এই উইকেটের। ২০০৭ টি২০ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার ঘটাতে আমরাও চাই, কিন্তু এই পিচ মোটেই ক্রিকেটারদের জন্য সুরক্ষিত নয়। ভারতে এরকম পিচে খেলা হলে, বহুদিন সেখানে কোনও খেলাই আর দেওয়া হত না। এই পিচ একদমই ভালো নয়, আর এখানে তো কোনও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথা হচ্ছে না, এটা বিশ্বকাপের মঞ্চ,সেখানে এমন উইকেট কাম্য নয় ’।