ক্রিকেটে তাঁর দল মোটেই খুব পরিচিত নয়। দঃ আফ্রিকা ছাড়া আফ্রিকার দল ক্রিকেট খেলছে বিশ্বকাপে, তাও আবার রেকর্ড গড়ছে, বিষয়টা সাধারণ ক্রিকেট ভক্তের কাছে একটু অবাক করার মতোই। এবারে বিশ্বকাপের শুরুতেই নিজেদের হলুদ জার্সি প্রকাশ করে সকলের নজরে চলে এসেছিল উগান্ডা ক্রিকেট বোর্ড, কারণ তাঁদের জার্সির রঙ একদম মিলে গেছিল ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে। কিন্তু জার্সির রঙ মিললে আর কী হবে, ক্রিকেট তো মাঠেই খেলতে হবে, এই কথাই শোনা গেছিল ক্রিকেটভক্তদের গলায়। অবশ্য বৃহস্পতিবার সকালে উগান্ডা ক্রিকেটের পারফরমেন্স দেখে তাঁরাই কিছুটা হতবাক। ইতিহাসে নাম তুলে ফেলল এই ক্রিকেট বোর্ড, সৌজন্যে তাঁদের দলের অফ স্পিনার ফ্র্যাঙ্ক সুবুগা।
আরও পড়ুন-দীর্ঘদিন জাতীয় দলে খেললে বিশ্বকাপ তো জিততেই হবে…কার উদ্দেশ্য বার্তা কুলদীপের?
২০২৪ টি২০ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে খেলতে এসেছিলেন উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগা। মূলত বোলার হলেও একটু আধটু ব্যাটিংও করতে পারেন। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে ফেললেন উগান্ডার ফ্র্যাঙ্ক। আইসিসি টি২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে ইকোনমিকাল বোলিং করলেন উগান্ডার এই স্পিনার। তাঁর অনবদ্য বোলিংয়ের সৌজন্যে পাপুয়া নিউ গিনি মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায়, ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় উগান্ডা।
আরও পড়ুন-মধ্যমানের পিচ, স্লো আউটফিল্ডের পর এবার নিম্নমানের খাবার দেওয়ার জন্য কাঠগড়ায় ICC
পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ ওভার হাত ঘুড়িয়ে মাত্র ৪ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই বর্ষিয়ান স্পিনার। প্রথমে চার্লস আমিনিকে ক্লিন বোল্ড করেন উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগা। এরপর ১৫ রানে পাপুয়া নিউ গিনির হিরিকে এলবিডাব্লু করে সাজঘরে ফেরান এই স্পিনার। টি২০ বিশ্বকাপের ইতিহাসে, ৪ ওভার বল করে ৪ রান দেওয়ার পর, তিনি সবচেয়ে ইকোনমিকাল বোলারের তকমা ছিনিয়ে নিলেন। এমন পারফরমেন্সের পর ফ্র্যাঙ্ক বলেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ, এত বছরে সব থেকে বড় প্রতিযোগিতা। আর সেখানে ৪ রানে ২ উইকেট নিয়েছি বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ঠিক দেখছি তো। বল খুব সহজে ব্যাটে আসছে না, তাই উইকেট টু উইকেট বোলিং করেছি। আমি তরুণ ক্রিকেটারদের দিকে তাকিয়ে আছি, আর ওরা আমার দিকে। খুব ভালো লাগছে এমন পারফরমেন্স করতে পেরে ’।
আরও পড়ুন-৩ ম্যাচে বিরাটের স্কোর ১০…অস্ট্রেলিয়া,ইংল্যান্ড যা পারেনি করে দেখাল আয়ারল্যান্ড
পাপুয়া নিউ গিনিকে শেষ পর্যন্ত ৩ উইকেটে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপে জয় তুলে নেয় উগান্ডা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল তাঁরা । তাঁদের পরের ম্যাচ রবিবার ৯ জুুন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।