আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল উগান্ডা। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে উগান্ডার বিশ্বকাপ স্কোয়াড চমকপ্রদ মনে হওয়াই স্বাভাবিক। কেননা, ১৫ জনের দলে একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন।
বিশেষ করে এমন একজন ক্রিকেটারকে উগান্ডা তাদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিয়েছে, যিনি একদা চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাটদের সতীর্থ হিসেবে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছেন। মাঠে নেমেছেন কেদার যাদবদের প্রতিপক্ষ হিসেবে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাত্র ৭ রানে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
দীনেশ নাকরানি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার চর্চায় উঠে আসেন দীপক চাহারের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড ছোঁয়ার পরে। ২০২১ সালে এমন কৃতিত্ব অর্জন করেন দীনেশ। সেই সময় সেটি ছিল ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যুগ্ম বিশ্বরেকর্ড। স্বাভাবিকভাবেই খোঁজ-খবর নেওয়া শুরু হয়ে যায় যে, কে এই দীনেশ? পরিচয় খুঁজতে খুঁজতে শিকড়ে পৌঁছতেই উঠে আসে চমকে দেওয়া তথ্য।
উগান্ডার এই বাঁ-হাতি পেসার দীনেশ নাকরানির জন্ম আসলে গুজরাতের সৌরাষ্ট্রে। তিনি সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দল ছাড়া সিনিয়র দলের হয়েও একদা মাঠে নেমেছেন। ২০১৪ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে টি-২০ অভিষেক হয় দীনেশের। সেই ম্যাচে তিনি মাঠে নামেন চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাট, শেল্ডন জ্যাকসনদের সঙ্গে। প্রতিপক্ষ দলের অধিনায়ক ছিলেন কেদার যাদব। সেই ম্যাচে মহারাষ্ট্রের হয়ে মাঠে নামেন রাহুল ত্রিপাঠীও।
এহেন দীনেশ ২০১৯ সাল থেকে উগান্ডার জাতীয় দলের হয়ে মাঠে নামছেন। তিনি এখনও পর্যন্ত ওদেশের হয়ে ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৮৮১ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। সেই সঙ্গে তুলে নিয়েছেন ৬৭টি উইকেট। দু'বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন দীনেশ। ৩২ বছরের অভিজ্ঞ অল-রাউন্ডারকে স্বাভাবিকভাবেই নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে রাখে উগান্ডা।
বিশ্বকাপের জন্য উগান্ডার স্কোয়াডে রয়েছেন আরও দুই ভারতীয় বংশোদ্ভূত রোনাক প্যাটেল ও অল্পেশ রমজানি। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টি-২০ প্লেয়ারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন উগান্ডার বাঁ-হাতি স্পিনার অল্পেশ, যাঁর জন্ম মুম্বইয়ে।
আরও পড়ুন:- কোরি অ্যান্ডারসনের আগে এই ৪ ক্রিকেটার ২টি দেশের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন
উগান্ডার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড:-
ব্রায়ান মাসাবা (ক্যাপ্টেন), সাইমন সেসাজি, রজার মুকাসা, কসমাস কেউটা, দীনেশ নাকরানি, ফ্রেড অ্যাশেলাম, কেনেথ ওয়াইসওয়া, অল্পেশ রমজানি, ফ্র্যাঙ্ক নসুবুগা, হেনরি সেনাইওন্দো, বিলাল হাসান, রবিনসন ওবুয়া, রিয়াজাত আলি শাহ (ভাইস ক্যাপ্টেন), জুমা মিয়াজি ও রোনাক প্যাটেল। ট্র্যাভেলিং রিজার্ভ- ইনোসেন্ট উইবাজে ও রোনাল্ড লুটায়া।