সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট থেকে অনেকটা দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে বেশ চর্চার বিষয় হলেন পৃথ্বী শ। একটা সময় সচিনের মতোই খেলার স্টাইলের জন্য তাঁকে নিয়ে বেশ চর্চা হয়েছিল। কিন্তু এরপর শৃঙ্খলার অভাবে তিনি খেলা থেকেই কেমন যেন হারিয়ে যান। শেষ ১ বছরে তাঁর ওপর থেকে ঝড় চলে গেছে। মুম্বই ক্রিকেট সংস্থার তরফে তাঁকে ফিটনেসে জোর দিতে বলা হয়েছিল। ক্রিকেট থেকে দূরে সরে অধিকাংশ সময়ই তাঁকে অসৎ সঙ্গে পা দিতে দেখা গেছিল।
এরপরই গত মাসে পৃথ্বী শ, মুম্বই ক্রিকেট সংস্থার কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন অন্যত্র খেলার জন্য। জানা গেছে যে পৃথ্বীকে খুব বেশি দূরে যেতে হবে না, কারণ রুতুরাজ গায়কোয়াড় যে দলের অধিনায়ক, সেই মহারাষ্ট্র ক্রিকেট দলই তাঁকে প্রস্তাব দিয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলার।
এবার এই নিয়ে নিরবতা ভাঙলেন পৃথ্বী, তিনি জানালেন, ‘আমার কেরিয়ারের এই স্টেজে এসে আমি আশা করব, মহারাষ্ট্র দল আমায় ক্রিকেটার হিসেবে আরও উন্নতি করতে সাহায্য করবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ মুম্বই ক্রিকেট সংস্থার কাছে এতগুলো বছর ধরে আমার পাশে থাকার জন্য এবং আমায় সাহায্য করার জন্য ’।
মহারাষ্ট্রে যোগ দেওয়া এই ক্রিকেটার বলছেন, ‘আমি আশাবাদী যে এমন একটা দলের সঙ্গে যোগ দিতে পেরে, আমার ক্রিকেট কেরিয়ারেও উন্নতি হবে। আমি খুশি যে রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, রাজনীশ গুরবানি, মুকেশ চৌধুরিদেরম তো ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ আমি পেয়েছি। ’।
৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি পৃৃথ্বী। ২০২৪ সালে তাঁকে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস থেকেও ছেড়ে দেওয়া হয়। সেই পৃৃথ্বীকেই স্বাগত জানিয়ে মহারাষ্ট্র দল লিখেছেন, ‘আমরা পৃথ্বী শ-র মতো ক্রিকেটারকে মহারাষ্ট্র দলে স্বাগত জানাচ্ছি। ওর দলে যোগ দেওয়া আমাদের দলের শক্তি এবং অভিজ্ঞতা আরও বাড়াবে ’।