পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার সরাসরি প্রভাব পড়তে পারে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্কে। জটিলতা দেখা দিতে পারে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে। তবে তার আগেই পাকিস্তানের তারকা ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল ভারতে।
বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ একাধিক পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাবরদের অ্যাকাউন্টে উঁকি দেওয়ার চেষ্টা করলে স্ক্রিনে বার্তা ফুটে ওঠে যে, ‘এই অ্যাকাউন্ট ভারতে উপলব্ধ নয়।’
ইনস্টাগ্রামের তরফে এর কারণও জানানো হয়। স্ত্রিনেই আরও ফুটে ওঠে যে, এই কন্টেন্ট সীমাবদ্ধ করার আইনি অনুরোধ মেনে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কারণটা আলাদা করে জানিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পরে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে যে রকম তিক্ত পরিস্থিতিতে রয়েছে, তাতে এমন পদক্ষেপ অস্বাভাবিক মনে হচ্ছে না মোটেও।
আরও পড়ুন:- বাতিল হতে পারে রোহিতদের বাংলাদেশ সফর, পহেলগাঁওয়ের আগুনেই পুড়তে চলেছে এশিয়া কাপ- রিপোর্ট
শোয়েব আখতার, হ্যারিস রউফদের অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে ভারতে। যদিও ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদি, ওয়াকার ইউনিসদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ভারতে সক্রিয় রয়েছে। ভারতীয় ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টের যাবতীয় পোস্ট ও গতিবিধিতে চোখ রাখতে পারছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই পাকিস্তানের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করে দেওয়া হয়।
আরও পড়ুন:- ৫০টি লিগ ম্যাচের শেষে IPL 2025-এ ১০ দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন কারা?
উল্লেখ্য, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলা নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দেওয়ায় ২০২৫ সালের এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের পরেই সেপ্টেম্বরে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, তা এখনও স্থির হয়নি। তবে এটা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে।
চলতি বছরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। পাকিস্তান যোগ্যতা অর্জন করায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় দল টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে কিনা, সেই বিষয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা। অন্তত গ্রুপ লিগে ভারত-পাক ম্যাচ নাও দেখা যেতে পারে। আইসিসি ইভেন্ট বলেই নক-আউটে মুখোমুখি হলে বাধ্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হতে পারে ভারতীয় দলকে।