বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে গেলেন জসপ্রীত বুমরাহ। দ্রুত প্রত্যাবর্তনের আশায় আবারও এনসিএ-তে গেলেন ভারতের তারকা পেস বোলার। আসলে জসপ্রীত বুমরাহ নিজের ফিটনেস যাচাই করতে বড় পদক্ষেপ নিয়েছেন। এক সপ্তাহেরও বেশি সময় আগে জসপ্রীত বুমরাহ এনসিএ-তে গিয়েছিলেন এবং আবারও সেখান যাচ্ছেন। আসলে আসন্ন IPL-এর জন্য নিজের ফিটনেস যাচাই করতে ও খেলার ছাড়পত্র পেতেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি পুরোপুরি বা আংশিকভাবে খেলার জন্য ফিট কিনা, তা এই সফরেই নির্ধারিত হবে।
এটি তার স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার এনসিএ-তে যাওয়া। আগের সফরে, তিনি বোলিং করার সময় কিছুটা ব্যথা ও অস্বস্তি অনুভব করেছিলেন। সেই কারণে, এনসিএ-র কোচ ও ম্যানেজাররা তাঁকে বিশেষ কিছু ব্যায়াম করার পরামর্শ দেন এবং পরে ফিরে আসতে বলেন। তবে এবার তার উন্নতি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে।
যদি জসপ্রীত বুমরাহ বোলিংয়ের সময় স্বস্তি অনুভব করেন এবং কোনও ব্যথা না পান, তাহলে তাকে IPL-এ খেলার ছাড়পত্র দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ ধারণা হল, IPL ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট হতে অন্তত আরও এক সপ্তাহ লাগবে, যার ফলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না।
আরও পড়ুন … IPL New rules: স্লো-ওভার রেটের জন্য অধিনায়ককে ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে না! BCCI-এর বড় ঘোষণা
জসপ্রীত বুমরাহকে নিয়ে জিজ্ঞাসা করা হলে, মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে বুধবার বেশ আশাবাদী বলে মনে করা হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বলেন, ‘তিনি সবে পুনর্বাসনের এই পর্যায় শুরু করেছেন। আমাদের অপেক্ষা করতে হবে এবং এনসিএ কী রিপোর্ট দেয় তা দেখতে হবে। আপাতত সব কিছু ভালোভাবেই চলছে, তবে এটি প্রতিদিনের অগ্রগতির ওপর নির্ভর করছে। তিনি ভালো মেজাজে আছেন এবং আশা করি খুব শীঘ্রই দলে যোগ দিতে পারবেন।’
আরও পড়ুন … IPL 2025-এ কলকাতা নাইট রাইডার্সে কী কী পরিবর্তন হয়েছে? KKR-র শক্তি বাড়ল নাকি কমেছে?
এক সংবাদ সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ আরও বলেছেন, ‘অবশ্যই, তাকে না পাওয়া আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার এবং দীর্ঘদিন ধরে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য।’
এ দিকে, জানা গেছে যে সঞ্জু স্যামসন আগামী মাসে এনসিএ-তে ফিরবেন ছাড়পত্রের জন্য। তিনি আপাতত ছাড়পত্র পেয়েছেন, তবে এই মুহূর্তে ব্যাটিং করতে পারবেন সঞ্জু।
আরও পড়ুন … IPL 2025: RR-এ স্বজনপোষণের অভিযোগ! যশস্বীর বদলে রিয়ানকে নেতা করতেই বিতর্কের ঝড়, কী বলল টিম ম্যানেজমেন্ট?
এখনও উইকেটকিপিং করার অনুমতি পাননি স্যামসন। এর কারণ হল তাঁর ডান হাতের তর্জনীতে অস্ত্রোপচার করা হয়েছে। এ কারণে, রাজস্থান রয়্যালস তাঁকে শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে রিয়ান পরাগের হাতে। তিনটি ম্যাচের পর স্যামসন এনসিএ-তে গিয়ে পুনরায় মূল্যায়ন করাবেন যে তিনি উইকেটকিপিং শুরু করতে পারবেন কি না।