স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫ পুনরায় শুরু হওয়ার অপেক্ষা আরও কিছুটা বাড়তে পারে। কারণ বেঙ্গালুরুর আবহাওয়া প্রতিকূল হয়ে দাঁড়ানোর সম্ভবনা রয়েছে। শনিবারের আরসিবি বনাম কেকেআর ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে বৃষ্টি।
বেঙ্গালুরু এবং কর্ণাটকের অন্যান্য অংশে ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাত হয়েছে। সাম্প্রতিক সময়ে শহরে বন্যা পরিস্থিতিও দেখা দেয়। চলতি সপ্তাহে একাধিকবার বৃষ্টিতে ভিজেছে বেঙ্গালুরু। শনিবারও সেই রেশ জারি থাকতে পারে। শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
অ্যাকু ওয়েদারের শনিবারের পূর্বাভাস অনুযায়ী, বিকালে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে, এবং এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসের সময় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। দুপুর ১ টায় বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বিকাল ৫ টায় তা বেড়ে দাঁড়াবে ৫৮ শতাংশে। বিকালের বৃষ্টিপাত কিছুটা অনিশ্চিত, কিন্তু সন্ধ্যায় আবহাওয়া ঠান্ডা হওয়ার সাথে সাথে বৃষ্টিতে খেলা বিলম্বিত হওয়ার সম্ভাবনা বিস্তর।
চিন্নাস্বামী স্টেডিয়ামে অসাধারণ মাঠ কর্মী এবং দেশের সম্ভবত সবচেয়ে উন্নত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। সন্ধ্যা ৭ টায় টসের সময় ৭১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মাঠকর্মীদের ব্যস্ত থাকতে হতে পারে ওই সময়।
যদিও রাতের দিকে কিছুটা ভালো খবর রয়েছে। কারণ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। যদিও রাত ৯ টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ এবং তার পরে ৩৪ শতাংশ থাকবে। সুতরাং, রাতের দিকে খেলায় বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা তুলনায় অনেক কম।
ইতিমধ্যেই চলতি আইপিএল কেকেআরের ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে
আইপিএল অনুরাগীরা আশা করছেন যে শনিবার আবহাওয়া ভালো থাকবে এবং আইপিএল পুনরায় শুরু হওয়ার দিন ম্যাচ ভেস্তে যাবে না। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ির লিগে ইতিমধ্যেই কেকেআরের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বৃষ্টির জন্য ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয় কেকেআরকে।
আরসিবি অনুরাগীরাও বৃষ্টির এমন পূর্বাভাসে নিশ্চিতভাবেই খুশি হবেন না। কেননা স্ট্যান্ডে বিরাট কোহলির বর্ণোজ্জ্বল টেস্ট কেরিয়ারকে কুর্নিশ জানানোর পরিকল্পনা রয়েছে সমর্থকদের। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরে এই প্রথমবার আইপিএলে মাঠে নামছেন কোহলি। চিন্নাস্বামী জুড়ে কোহলির টেস্ট জার্সি চোখে পড়তে পারে শনিবার।
তাছাড়া, বেঙ্গালুরু এই ম্যাচ জিতলে প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করবে। যত তাড়াতাড়ি সম্ভব প্লে-অফের বৃত্তে ঢুকে পড়তে চাইছে আরসিবি।