রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) শুভেচ্ছা জানিয়েছে। আসলে হায়দরাবাদের একটি অবিশ্বাস্য পাওয়ার-হিটিং প্রদর্শনের প্রতিক্রিয়া জানাতে দিয়ে প্যাট কামিন্সদের অভিনন্দন জানিয়েছেন। আসলে বুধবার আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ, এই সময়ে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গড়া রেকর্ডকে ভেঙে দিয়েছেন।
এর পরেই নিজেদের অ্যাকাউন্টে বিশেষ পোস্ট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। IPL 2024-এর আট নম্বর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে একটি বিশাল ২৭৭/৩ রান তোলে। এর আগে IPL-এর সর্বোচ্চ স্কোরটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামে ছিল। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬৩/৫ রান তুলেছিল।
আরও পড়ুন… এলিস, হার্ডি সহ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বার্তায় লিখেছে, ‘আমাদের মাথাটা ঘুরছে, একটা ক্লাস ইনিংস দেখলাম। নতুন বেঞ্চ মার্ক তৈরি করার জন্য অনেক অভিনন্দন। লজ্জা পাওয়ার কিছু নেই, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। সানরাইজার্স দারুণ খেলেছ।’ এই বার্তার মাধ্যমে ট্র্যাভিস হেডের ইনিংস ও এনরিখ ক্লাসেনের ইনিংসকে বিশেষ ভাবে কুর্নিশ জানিয়েছ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিনের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ, প্রথমে ব্যাট করে। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং এইডেন মার্করামের ঝোড়ো হাফ সেঞ্চুরির সুবাদে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে তারা। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন উইকেট হারিয়ে ২৬৩ রান করেছিল। যা ছিল আইপিএলের সর্বোচ্চ সংগ্রহ। প্রথমে ব্যাট করতে আসা সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা ভালো ছিল। মায়াঙ্ক আগরওয়াল ও ট্র্যাভিস হেডের মধ্যে প্রথম উইকেটে ৪৫ রানের জুটি গড়ে ওঠেছিল। ১৩ বলে ১১ রান করেছিলেন মায়াঙ্ক। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন ট্র্যাভিস হেড। ২৪ বলে ৬২ রান করে আউট হন তিনি। অভিষেক ১৬ বলে ফিফটি করেছেন এবং তিনি সানরাইজার্সের হয়ে দ্রুততম ফিফটি করার খেলোয়াড় হয়েছেন। ২৩ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। এনরিখ ক্লাসেন ২৩ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। মার্করাম ২৮ বলে ৪২ রানে অপরাজিত ফিরেন, এনরিক ক্লাসেন ৩৪ বলে ৮০ রান করেন।
সানরাইজার্স হায়দরাবাদের এদিনের ইনিংসের পরে বীরেন্দ্র সেহওয়াগ নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘এটা কি ধরনের পাগলের মতো স্ট্রাইকিং ছিল সানরাইজার্স। হেড, অভিষেক, মার্করাম সকলেই মেরেছে কিন্তু ক্লাসেনের ধারাবাহিকতাটা অন্য মাত্রায় ছিল। সম্ভবত এই ফর্ম্যাটের সেরা ব্যাটসম্যান তিনিই।’