শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালস দলের কাছে। গত ম্যাচে তারা চেন্নাই সুপার কিংস দলকে হারিয়ে দিয়েছিল। এমন আবহে বুধবার তারা মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের। বিশাখাপত্তনমে এ দিন কেকেআরের ব্যাটিং ঝড়ে কার্যত উড়ে দিয়েছেন ঋষভ পন্তের বাহিনী। দিল্লিকে ১০৬ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে কেকেআর। ম্যাচে একদিকে যেমন আলোচিত বিষয় কেকেআরের ব্যাটিং,পন্তের ব্যাট হাতে লড়াকু ইনিংস, তেমন অন্যদিকে আরও একটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আর তা হল পন্তের কেকেআর ইনিংস চলাকালীন বিভিন্ন সময়ে ডিআরএস না নেওয়ার সিদ্ধান্ত! বিষয়টি নিয়ে ম্যাচ শেষে তাঁকে প্রশ্ন করা হলে তিনি এর সোজাসাপ্টা উত্তর দিয়েছেন। কী জানিয়েছেন পন্ত? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন… ISL 2023-24: ৯ জনের কেরালাকে হারিয়ে ফের প্লে-অফের দরজায় কড়া নাড়তে শুরু করল ইস্টবেঙ্গল
ম্যাচ শেষে পন্তকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘ভেন্যুতে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্কোরবোর্ডে আমি কোনও টাইমার (ডিআরএস) দেখতে পাইনি। স্ক্রিনে কিছু একটা সমস্যা হয়েছিল আমি শুনেছি। মাঠে অনেক জিনিস আছে যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, আবার অনেক জিনিস আছে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটাকে (স্কোরবোর্ডে টাইমার অসুবিধা) নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়। তখন স্রোতে গা ভাসাতে হয় বাধ্য হয়েই। সময় এসেছে দলগত ভাবে আমাদের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে খেলাতে কীভাবে উন্নতি করা যেতে পারে। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমাদের উন্নতি করতে হবে। পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমি আমার কামব্যাক এবং ফিটনেস নিয়ে বলতে পারি প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করছি। ক্রিকেটে চড়াই ,উতরাই থাকবেই।এটা মেনে নিয়েই এগোতে হবে।’
আরও পড়ুন… IPL 2024 DC vs KKR: এক মরশুমে দু'বার হল ২৫০+ রান! IPL এর ইতিহাসে এমনটা এই প্রথমবার ঘটল
প্রসঙ্গত এদিন ম্যাচে কেকেআরের ব্যাটিংয়ের সময়ে ১৫তম ওভারে ঘটে একটি ঘটনা। ১৫তম ওভারের দ্বিতীয় বলে দিল্লির বোলার রসিক সালামের বল শ্রেয়স আইয়ারের ব্যাটের কানায় লাগে। ক্যাচও ধরেন দিল্লির ফিল্ডাররা। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত এই বিষয়টিতে রিভিউ নেননি। ম্যাচ শেষে এই ঘটনায় ঋষভ অবশ্য তাঁর ব্যাখ্যা দিয়েছে। এদিন অপর আরেকটি ঘটনায় সুনীল নারিনের বিরুদ্ধেও আপিল করেন পন্ত। তবে অনফিল্ড আম্পায়ার সাপোর্ট দেননি।
এরপরেই আলোচনার পরে পন্ত রিভিউ নিতে গেলে তাঁকে তা নিতে দেননি আম্পায়ার। সময় পেরিয়ে যাওয়ার যুক্তি দেখিয়েছিলেন।সুনীল নারিন তখন ১২ বলে ১৮ রান করে ব্যাট করছিলেন। তিনি পরবর্তীতে ২৭ বলে ৬৭ রান যোগ করেন। এরপর এদিন নারিন ৪৯ বলে করেছেন ৮৫ রান। যা আইপিএলে নারিনের কেরিয়ারে সেরা ইনিংস। এছাড়াও রঘুবংশীও এদিন অভিষেকেই দুরন্ত খেলেছেন। মাত্র ২৭ বলে করেছেন ৫৪ রান।