দ্বিতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের বিরুদ্ধে হেরে গেল ভারতীয় দল। স্মৃতি মন্ধনা এই ম্যাচে অধিনায়কত্ব করছিলেন। কারণ চোটের জন্য নিয়মিত অধিনায়কত্ব করা হরমনপ্রীত কৌর এই ম্যাচে ছিলেন না। অধিনায়ক হিসেবে স্মৃতি নামের প্রতি সুবিচার করলেও দলের বাকিরা তেমন নজর কাড়তে পারলেন না, ফলে হেরে সিরিজ আপাতত ১-১।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
এর আগের ম্যাচেও স্মৃতি মন্ধনা অর্ধশতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দেশের মাটিতে নিজের চেনা ছন্দেই ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় টি২০ ম্যাচেও তিনি করলেন মারকাটারি ৪১ বলে ৬২ রানের ইনিংস। কিন্তু দলের বাকি ব্যাটাররা রিচা ঘোষ বাদে, কেউই ভারতীয় দলের হয়ে নজর কাড়তে পারলেন না, বোলারদের অবস্থাও একইরকম।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
ম্যাচে হারের পর স্বভাবতই হতাশ অধিনায়ক স্মৃতি মন্ধনা, নিজে দলকে ভালো জায়গায় নিয়ে গেলেও মিডল অর্ডার যেমন ব্যর্থ। তেমন বোলাররা ১৬০ রান দিয়ে দিলেন ১৬ ওভার শেষের আগেই। জুটল কপালে মাত্র ১টি উইকেট। যদিও এই দলের ওপরই আস্থা রাখছেন স্মৃতি। গত ম্যাচে ওমন জয়ের পর এমন বিশ্রী হারে ধাক্কা খেলেও কামব্যাকের বিষয়ে আশাবাদী ভারত অধিনায়ক।
ম্যাচের শেষে ভারতের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রানের মালিক মন্ধনা বললেন, ‘টি২০ ক্রিকেট এমনই মজাদার খেলা। আমার মনে হয় দ্রুত পরিবেশ পরিস্থিতি বদলে গেছিল, কিন্তু আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। রাতের দিকে শিশির আরও বেশি ছিল, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। বোলিং ইউনিট হিসেবে আমাদেরকে আমাদের প্ল্যান কাজে লাগাতে হবে আগামী দিনে। অনেক শিশির ছিল, তাই অযথা অজুহাত দিতে চাই না। পরের ম্যাচে আমাদের আরও শক্তিশালী হয়েই ফিরতে হলে ’।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
ভারতের বোলিং ইউনিটের দিকে আঙুল উঠছে কারণ কিয়ানা জোসেফ, হেলি ম্যাথিউজরা কার্যত বাউন্ডারি মেরে মেরেই ম্যাচ জয়ের কাছাকাছি চলে যান। তিতাস সাধু, রাধা যাদবরা প্রচুর রান দেন, কিন্তু উইকেট পাননি। একটি উইকেট নেন সাইমা ঠাকোর। তবে রেনুকার মতো তিনিও দিলেন ৯এর ওপর রান। একমাত্র সজনা কিছুটা কম ইকোনমিতে বোলিং করলেন। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় এবং শেষ টি২০ ম্যাচ।