শনিবার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার একমাত্র লক্ষ্যই থাকবে, পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরানো। এই সপ্তাহের শুরুতে গায়ানায় ভারত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ০-২ পিছিয়ে থাকা অবস্থা থেকে, টিম ইন্ডিয়া ১-২ করেছে। শনিবার আমেরিকায় জিততে না পারলে ভারতের সিরিজ হাতছাড়া হবে।
তৃতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ভারতের পারফরম্যান্স বেশ চিত্তাকর্ষক ছিল। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের মতো সিনিয়রদের অনুপস্থিতিতে বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন।
টিম ইন্ডিয়ার বোলিং কোচ পরশ মামব্রে অবশ্য প্রকাশ করেছেন যে, ফ্লোরিডার লডারহিলে নির্ধারিত দু'টি টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে থেকেই বল হাতে এক-দু'জনকে পরীক্ষা করা হতে পারে। অতীতেও দেখা গিয়েছে, ভারত বেশ কয়েক জন ব্যাটিং তারকা বল হাতে গুরুত্বপূর্ণ ওভারে তাক লাগিয়ে দিয়েছেন। এর বড় উদাহরণ সচিন তেন্ডুলকর। এছাড়াও বীরেন্দ্র সেহওয়াগ, সুরেশ রায়না, এবং যুবরাজ সিংরাও ভারতীয় দলের হয়ে বহু বার বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবসরের পর থেকে ভারত অবশ্য এই ধরনের কোনও বোলারকে পায়নি।
আরও পড়ুন: ওত টাকা রোজগার করি না! ইনস্টা থেকে আয় প্রসঙ্গে সাফাই কোহলির
মামব্রে জানিয়েছেন যে, ভারত তাদের দক্ষতা পরীক্ষা করার জন্য তিলক বর্মা এবং যশস্বী জয়সওয়ালকে অন্তত একটি করে ওভার বরাদ্দ করতে পারে। ম্যাচের আগে সাংবাদিক সম্মলেন মামব্রে বলেছেন, ‘যখন আপনার কাছে এমন কেউ থাকে যে বল হাতে চমকে দিতে পারে, সেটা চমৎকার বিষয় হয়। আমি অনবর্ধ্ব-১৯ দলে থাকার সময় থেকে তিলক এবং যশস্বীকে বোলিং করতে দেখেছি। ওরা কিন্তু ভালো বল করতে পারে। ওরা ভারতীয় দলেও বোলিং নিয়ে কাজ করতে পারে। এই ধরনের বিকল্প পেয়ে ভালো লাগছে। আমরা শীঘ্রই ওদের বল করতে দেখব। এমনটাই আশা করছি। আমরা এটা নিয়ে কাজও করছি। হয়তো শীঘ্রই আমরা ওদের অন্তত একটি করে ওভার বোলিং করিয়ে দেখব।’
আরও পড়ুন: আমেরিকায় জিততে না পারলেই সিরিজ হারবে ভারত,জানুন মরণ-বাঁচন ম্যাচ কোথায়, কী ভাবে দেখবেন
ওয়েস্ট ইন্ডিজ সফরে নজর কেড়েছেন ২৯ বছরের মুকেশ কুমার। এই সফরে তিনটি ফরম্যাটেই তাঁর অভিষেক হয়েছে। এবং জাতীয় দলের জার্সিতে চিত্তাকর্ষক পারফরম্যান্সও করেছেন তিনি। বিভিন্ন ফরম্যাটে মুকেশ যে অগ্রগতি দেখিয়েছেন, তাতে খুশি বোলিং কোচ মামব্রেও।