সম্প্রতি জানা গিয়েছিল, ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য ১১.৪৫ কোটি টাকা রোজগার করেন বিরাট কোহলি। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। ইনস্টায় কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় মেসি-রোনাল্ডোর পিছনে রয়েছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা এশিয়ান খেলোয়াড় হিসেবে রয়েছেন একমাত্র কোহলি।
প্রসঙ্গত, শিডিউলিং টুল হুপার এইচকিউ এই ফটো এবং ভিডিয়ো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সর্বাধিক উপার্জনকারী সেলিব্রিটিদের নাম এবং আয় প্রকাশ করেছিল। কোহলির উপার্জনের অঙ্কটা হু হু করে ছড়িয়ে পড়তে সকলেই চোখ কপালে তুলেছেন। তবে এবার এই খবরটিকে ডাহা মিথ্যে বলে দাবি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার (১২ অগস্ট) একটি টুইট করে কোহলি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ইনস্টা থেকে তাঁর উপার্জন সংক্রান্ত খবরটি একেবারেই সঠিক নয়।
আরও পড়ুন: আমেরিকায় জিততে না পারলেই সিরিজ হারবে ভারত,জানুন মরণ-বাঁচন ম্যাচ কোথায়, কী ভাবে দেখবেন
তিনি টুইটে লিখেছেন, ‘যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে, সেটা সঠিক নয়।’
শিডিউলিং টুল হুপার এইচকিউ-এর তথ্য অনুসারে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর ইনস্টাগ্রামে পোস্ট থেকে উপার্জনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। কিলিয়ান এমবাপে, নেইমারের মতো বিশ্ব বিখ্যাত ফুটবলাররাও ইনস্টায় কোহলির আয়ের থেকে পিছিয়ে। ইনস্টায় কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় মেসি-রোনাল্ডোর পিছনে ঠিক রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ মাহমুদুল্লাহ রিয়াদ, নতুন মুখ তানজিদ
তালিকার প্রথম স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতি পোস্টে আয় করেন ২৬.৭ কোটি টাকা। ইনস্টায় উপার্জনের ক্ষেত্রে লিও মেসিও খুব পিছিয়ে নেই। মেসি প্রতি পোস্টে আয় করেন প্রায় ২১.৫ কোটি টাকা। রোনাল্ডো, মেসি এই অঙ্কের নিরিখে সেলেনা গোমেস, ডোয়েন জনসনদেরও পিছনে ফেলে দিয়েছেন। ইনস্টাগ্রামে সর্বাধিক আয় করা প্রথম ২০ জনের মধ্যে মাত্র চার জন ক্রীড়াবিদ রয়েছেন। মেসি, রোনাল্ডো, কোহলি এবং নেইমার। তালিকার একমাত্র ক্রিকেটার বিরাট কোহলিই। তিনি সব মিলিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছেন। এই তালিকায় প্রথম ২০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবেও রয়েছেন বিরাট কোহলিই।
শুধু ক্রীড়া জগতের নয়, একইসঙ্গে বলিউড স্টারদেরও টেক্কা দিয়েছেন কোহলি। বিরাটের পরে ইনস্টাগ্রাম থেকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টাকা আয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি চার কোটি ৪০ লক্ষ টাকা উপার্জন করেন।