রোহিত শর্মা গত দুই টেস্ট ম্যাচে প্রশংসিতও হয়েছেন, আবার সমালোচিতও। যদিও রাজকোট এবং রাঁচিতে- দুই টেস্টেই ভারত জয়ী হয়েছে। বেন স্টোকসদের আক্রমণাত্মক খেলার কৌশলের সঙ্গে কিছু তুলনা করলে, বিশেষ করে মাঠের স্থান নির্ধারণের মাধ্যমে, বেশ কয়েকজন দাবি করেছেন যে, ভারত বিরাট কোহলির নেতৃত্ব মিস করেছে। তবে বেশির ভাগই রোহিতের নেতৃত্বের প্রশংসাই করেছেন। বিশেষ করে অভিজ্ঞ তারকাদের ছাড়া, তরুণ এবং নতুন মুখদের নিয়ে দলকে নেতৃত্ব দিয়ে যেভাবে সাফল্য এনে দিয়েছেন, তাতে বেশির ভাগই মুগ্ধ। রোহিতের নেতৃত্বে ভারতই প্রথম বার ব্যাজবল জমানায় ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারাল।
তবে রোহিতকে সবচেয়ে বড় কৃতিত্ব দিয়েছেন সুরেশ রায়না। মঙ্গলবার ভারতের প্রাক্তনী সুরেশ রায়না এমএস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অধিনায়ক রোহিতের তুলনা টেনেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ টিম ইন্ডিয়া এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ জিতে নেওয়ার পর টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়ে রায়না বলেছেন যে, রোহিত তরুণদের সুযোগ দিয়েছেন এবং ধোনির মতোই তাঁদের পরামর্শ দিয়েছেন এবং বিশ্বাস রেখেছিলেন। তাঁর নেতৃত্বে ভারত সঠিক পথেই এগোচ্ছে।
আরও পড়ুন: BCCI-এর চোখ রাঙানিতে DY Patil T20 Cup-এ প্রত্যাবর্তন করলেও, নিরাশ করলেন ইশান কিষান
রায়না বলেছেন, ‘রোহিত পরবর্তী এমএস ধোনি। ও ভালো কাজ করছে। ও এমএস ধোনির মতো তরুণদের অনেক সুযোগ দিচ্ছে। আমি এমএস ধোনির অধীনে অনেক ক্রিকেট খেলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও অধিনায়ক থাকার সময়ে দলকে অনেক সমর্থন করেছিল। তার পর এমএস ধোনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। রোহিত সঠিক পথে এগোচ্ছে। ও একজন দুর্দান্ত অধিনায়ক।’
আরও পড়ুন: বিপাকে পড়ে তড়িঘড়ি Ranji Trophy-র সেমিতে খেলছেন শ্রেয়স, তামিলনাড়ু টিমে সুন্দরও
রোহিত এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ১৫টি ম্যাচের মধ্যে ভারতকে ন'টি টেস্ট-ম্যাচে জয় এনে দিয়েছেন। এর মধ্যে ইংল্যান্ড (২০২৪), অস্ট্রেলিয়া (২০২২-২৩), ওয়েস্ট ইন্ডিজ (২০২৩) এবং শ্রীলঙ্কার (২০২১-২২) বিরুদ্ধে সিরিজ জয় রয়েছে। ভারত এখনও রোহিতের অধীনে একটি প্রতিযোগিতায় পরাজিত হতে পারেনি, দলটি জানুয়ারিতে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে গিয়েও ড্র করছিল।
তরুণদের সুযোগ দেওয়ার জন্য রোহিতকে কৃতিত্ব দিয়েছেন রায়না। সরফরাজ খানের যেমন রাজকোটে অভিষেক হয়। এবং তিনি তৃতীয় টেস্টের দু'টি ইনিংসেই হাফসেঞ্চুরি করে করেন। এবং ধ্রুব জুরেল, যিনি রাঁচিতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পান। রায়না তাই যোগ করেছেন, ‘আমি রোহিত শর্মাকে কৃতিত্ব দিতে চাই। ও প্রথমে সরফরাজকে সুযোগ দিয়েছিল এবং তার পর জুরেলকে দলের অংশ করেছিল।’