ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রাথমিক ব্য়াটিং বিপর্যয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট সঞ্জয় মঞ্জরেকরের। এক্ষেত্রে তিনি এমন একটি প্রশ্ন তোলেন, যা ধন্দে ফেলে দেয় ক্রিকেটপ্রেমীদের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে ভারতের ব্যাটিং লাইনআপে বারবার ধস নামছে। ব্যাটাররা একই ভুলের পুনরাবৃত্তি করে চলেছেন ক্রমাগত। ব্যাটারদের টেকনিক্যাল ভুলের পুনরাবৃত্তি দেখে মঞ্জরেকর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচকে সরাসরি কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, ব্যাটিং কোচ এক্ষেত্রে করছেন টা কী! যদি ভুল-ত্রুটি শোধরানো না যায়, তাহলে ব্যাটিং কোচের ভূমিকা খতিয়ে দেখার সময় এসেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, মঞ্জরেকরের এমন টুইটের পরেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন যে, এই মুহূর্তে ভারতীয় দলের ব্যাটিং কোচ কে? প্রশ্নটা একেবারে অমূলক নয়। কেননা, গৌতম গম্ভীর এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হেড কোচ। রায়ান টেন দুশখাতে ও অভিষেক নায়ার গম্ভীরের সহাকারী। মর্নি মর্কেল ভারতীয় দলের বোলিং কোচ। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হলেন টি দিলীপ।
সুতরাং, ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আলাদা করে কাউকে চিহ্নিত করা নেই। গম্ভীর নিজে যেহেতু একজন বিশেষজ্ঞ ব্য়াটার, তাই তিনি নিজের সাপোর্ট স্টাফের দলে টিমে আর আলাদা করে ব্যাটিং কোচ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। সুতরাং, মঞ্জরেকর এক্ষেত্রে প্রকারান্তরে গম্ভীরের দিকেই আঙুল তুললেন কিনা, সেই বিষয়েও প্রশ্ন উঠছে।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যশস্বী জসওয়াল, বিরাট কোহলিরা কার্যত একইভাবে আউট হয়ে চলেছেন। বিশেষ করে বিরাট কোহলির আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন উঠছে বারবার। সুতরাং, মঞ্জরেকর এক্ষেত্রে প্রচ্ছন্নভাবে কোহলির টেকনিকের দিকেও আঙুল তোলেন।
টুইটারে সঞ্জয় লেখেন, ‘আমার মনে হয় ভারতীয় দলে ব্যাটিং কোচের ভূমিকা খতিয়ে দেখায় সময় এসেছে। বিশেষ কয়েকজন ভারতীয় ব্যাটারের টেকনিক্যাল সমস্যা কীভাবে এতদিন ধরে থেকে যায়!’
যদিও নেটিজেনরা মঞ্জরেকরের টুইটের প্রতিক্রিয়ায় লেখেন যে, বিরাট কোহলিকে কে শেখাবে অফ-স্টাম্পের বাইরের বলে এভাবে ছেলেখেলা করতে নেই? ও কি সেটা জানে না? কোহলি ভালোভাবেই জানে। শুধুমাত্র গাছাড়া মনোভাবের জন্যই বারবার এভাবে আউট হচ্ছে।'
উল্লেখ্য, ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বসে। তাড়াতাড়ি আউট হয়ে বসেন যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্ত।