রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। প্রতিদিনই ডিডিসিএর মাঠে বিশাল জনসমাগম হচ্ছে প্রিয় তারকাকে দেখার জন্য। দেখে বোঝা যাবে না, আসলে এটি রঞ্জি ট্রফির কোনও ম্যাচ না আন্তর্জাতিক ম্যাচ। কারণ দর্শকাসন বাড়ানো গেলে যে ভিড় কোটলায় দেখা যাচ্ছে, সেই সংখ্যা আরও খানিকটা বেড়ে যেত সেকথা বলাই বাহুল্য।
১২ বছর পর রঞ্জিতে ফিরে ব্যর্থ বিরাট-
প্রায় ১২ বছর পর ফের ঘরোয়া ক্রিকেটের রঞ্জি ট্রফিতে ফিরেছেন কিং অফ ইন্ডিয়ান ক্রিকেট বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার এই তারকা অবশ্য নিজের ইচ্ছায় নয়, একান্তই বোর্ডের চোখ রাঙানির জেরে মাঠে নেমেছেন রঞ্জিতে। আর সেখানে এসেও অবশ্য হারানো ছন্দ লাল বলের ক্রিকেটে তিনি ফিরে পাননি।
দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্কোর বিরাটেরই
মাত্র ৬ রানেই বিরাট কোহলি আউট হন রেলওয়েজের বিপক্ষে রঞ্জির প্রথম ইনিংসে। যেটা সব থেকে খারাপ কথা এর মধ্যে তা হল এখনও পর্যন্ত রেলওয়েজের বিপক্ষে এই ম্যাচে দিল্লির যতজন ব্যাটার ব্যাটিং করেছেন তাঁদের সবার মধ্যে সর্বনিম্ন স্কোরই বিরাটের। এরপর দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ওপেনার অর্পিত রানা।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
বিরাটের উইকেট নেওয়ার মূহূর্তটা স্পেশাল-
বিরাটকে দুরন্ত ইন সুইংগারে আউট করেছিলেন রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ান। দিনের শেষে তিনি বলছেন, ‘আমার জন্য এই মূহূর্তটা খুব স্পেশাল। ওনার উইকেট নেওয়াটা আমার কাছে স্বপ্নপূরণ হওয়ার মতোই। ওকে দেখে দেশের সবাই উদ্বুদ্ধ হয়। বিরাট কোহলি এত বড় প্লেয়ার তাই আমার প্ল্যানিং ছিল ’।
ভিড় দেখে বাড়তি সেলিব্রেশন-
বিরাটকে আউট করার পর বেশ ভালোই আগ্রাসি সেলিব্রেশন করেছিলেন হিমাংশু। তিনি অবশ্য বলছেন, ‘ ভিড় দেখে বেশি সেলিব্রেশন করেছিলাম। বিরাট কোহলি আসার জন্য রঞ্জি ট্রফির গুরুত্ব এতটা বেড়ে গেছে, সেটা আমরাও উপভোগ করতে পারছি। ওনার থেকে অনেক কিছু শেখার আছে। বিরাটের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা বড় অভিজ্ঞতা। চেষ্টা করব কাল ভালো লড়াই দিয়ে ম্যাচে ফিরতে এবং আরও ভালো ক্রিকেট খেলতে। ’