পাকিস্তান সুপার লিগের সঙ্গেই একসঙ্গে বর্তমানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। বলাই বাহুল্য, গোটা বিশ্বের সেরা ক্রিকেটাররা ভারতেই রয়েছেন এই মূহূর্তে আইপিএল খেলার জন্য। যে ক্রিকেটাররা ভারতের লিগে খেলার সুযোগ পাননি, তাঁরাই একমাত্র গেছেন পাকিস্তানের টি২০ লিগ খেলতে। যেমন ডেভিড ওয়ার্নার, যারা অতীতে আইপিএলে ভালো পারফরমেন্স দেখিয়ে এসেছেন।
কিন্তু পাকিস্তান সুপার লিগের আয়োজক বোর্ড হোক বা তাঁদের দেশের সমর্থকরা কিছুতেই সত্যিটা স্বীকার করতে চান না, যে তাঁদের দেশের ক্রিকেট লিগের থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনেক বেশি এগিয়ে রয়েছে। তাই মাঝে মধ্যেই ক্রিকেটারদের তাঁরা এমন প্রশ্ন করে বসেন, যার ফলে বিদেশিরা অনেকক্ষেত্রেই বিড়ম্বনায় পড়ে যান।
সাম্প্রতিক সময় যদি আর্থিক দিক থেকে দেখা যায় কিংবা গোটা বিশ্বব্যাপী ভিউয়ারশিপ দেখা যায়, সবেতেই পাকিস্তান সুপার লিগের থেকে অনেক এগিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। হবে নাই বা কেন, আইপিএলের খেলার জন্য বহু দেশ নিজেদের ফিউচার টুর প্রোগ্রাম যখন তৈরি করে তখন মার্চ থেকে মে মাস পর্যন্ত খুব বেশি সিরিজ রাখে না। আর রাখলেও গুরুত্বপূর্ণ সিরিজ রাখে না বললেই চলে।
সবেতেই এগিয়ে ভারতীয় ক্রিকেট
আরও একটি বিষয় থেকেই পরিষ্কার, যে পিএসএলের থেকে আইপিএল ক্রিকেটারদের কাছেও অনেক বেশি আকর্ষণীয়। পিএসএলে দঃ আফ্রিকার ক্রিকেটার কর্বিন বশ খেলবেন বলেছিলেন, দলও পেয়েছিলেন। কিন্তু আইপিএল শুরুর আগেই তাঁর কাছে মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তাব আসায় তিনি পিএসএল-কে সটান প্রত্যাখ্যান করে চুক্তি থেকে বেরিয়ে আইপিএল খেলতে চলে আসেন।
পাক সাংবাদিককে জবাব ইংরেজ তারকার
এরই মধ্যে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্যাম বিলিংসকে পাকিস্তানের সাংবাদিকদের বোকা বোকা প্রশ্নের মুখে পড়তে হল। লাহোর কালান্দারস বনাম করাচি কিংসের ম্যাচের পর বিলিংস প্রশ্ন করা হয় আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা নিয়ে। সেটা শুনে স্যাম বিলিংস এক মূহূর্ত অপেক্ষা না করে বলে বসেন, ‘তুমি কি চাইছো আমি কোনও বোকা বোকা উত্তর দি? ’।
(IPL) আইপিএলই সেরা, বললেন বিলিংস
পিএসএল (PSL)-কে সম্মান দিয়েই এরপর স্যাম বিলিংস বলেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে সব জায়গায় মানিয়ে নিতে হয়। পাকিস্তানের প্রচুর প্রচুর প্রতিভা রয়েছে। সমস্ত প্রতিযোগিতাকে ওইভাবে ক্রমবিন্যাস করা কঠিন, তবে এটাও ঠিক যে আইপিএলকে ছাপিয়ে অন্য প্রতিযোগিতায় গুরুত্ব দেওয়া যায় না। কারণ আইপিএল অনেক বড় মাপের প্রতিযোগিতা। আমার মনে হয়, আইপিএল সবার আগে রয়েছে, আর তারপরেই বাকি সব লিগ রয়েছে। ইংল্যান্ডেও আমরা পিএসএলের মতোই করার চেষ্টা করছি, দ্বিতীয় স্থান পাওয়ার জন্য। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও সেটাই চেষ্টা করছে, তাই তুলনা করাটা খুই কঠিন ’।