সাম্প্রতিক পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই ভারত বনাম পাকিস্তান ক্রিকেট বিতর্ক আবারও শিরোনামে উঠে এসেছে। দু দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ওপেনার গুল ফিরোজা আসন্ন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তাদের দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। ভারতের মাটিতে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের ম্যাচে তারা অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
ফিরোজা, যিনি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে ওপেনার হিসেবে তিনটি ম্যাচ খেলেছেন, নিশ্চিত করেছেন যে পাকিস্তান দল মূল টুর্নামেন্টের জন্য ভারতে যাবে না। পাকিস্তান ইতিমধ্যেই ২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, যা এই বছরের সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।
পাকিস্তানের যোগ্যতা নিশ্চিত হওয়ার পর, এখন আরও নিশ্চিত হয়ে গেছে যে টুর্নামেন্টের জন্য এশিয়া কাপে ব্যবহৃত ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করা হতে পারে। যেখানে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন ভারত বিশ্বব্যাপী টুর্নামেন্টটির আয়োজক দেশ।
আরও পড়ুন … ইডেনে পঞ্জাবের কাছে হারলেই কি KKR-র সব আশা শেষ হয়ে যাবে? IPL 2025 প্লে-অফের ছবিটা কি?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি আগেই জানিয়েছিলেন যে পাকিস্তান দল বিশ্বকাপের জন্য ভারতে যাবে না। এ বিষয়ে গুল ফিরোজা PakPassion-এর সঙ্গে আলাপচারিতায় একই কথা পুনরায় বলেছেন। ফিরোজা বলেন, ‘আমরা এটুকু জানি যে আমরা এশিয়ান কন্ডিশনে খেলবো এবং ভারতে খেলবো না। এটা একেবারে স্পষ্ট। আমাদের ভারতের মাটিতে খেলার কোনও ইচ্ছাও নেই।’
আরও পড়ুন … শ্রেয়সের পঞ্জাবকে আটকাতে ইডেনের পিচে দলে বড় পরিবর্তন করতে পারে রাহানের KKR!
এরপরে তিনি আরও বলেন, ‘সুতরাং, যেখানে খেলা হোক না কেন — আশা করি শ্রীলঙ্কা বা দুবাইয়ে হবে — সেখানে এশিয়ার মতোই কন্ডিশন থাকবে। কোয়ালিফায়ার আমাদের দেশে হয়েছিল এবং স্টাফরা সেই অনুযায়ী পিচ প্রস্তুত করেছিল। বিশ্বকাপের ম্যাচ যেখানেই অনুষ্ঠিত হোক, কন্ডিশন ঘরের মতোই থাকবে। তাই সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে এবং আমরা তাতে তৈরি আছি।’
আরও পড়ুন … দানা বাঁধতে পারছে না KKR-এর মিডল অর্ডার! সামনে এল নাইটদের IPL 2025-এ ব্যর্থতার কারণ
এর আগে এ বছরের শুরুতে, ভারতের পুরুষ ক্রিকেট দলও পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার ফলে ভারতীয় দলের ম্যাচগুলি — এমনকি ফাইনালটিও — দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তবে কিছুদিন আগেই বিসিসিআই-এর কর্তা রাজীব শুক্ল বলেছিলেন যে,পাকিস্তানের সঙ্গে ভারত আইসিসি-র কোনও টুর্নামেন্ট খেলবে কিনা সেটা ভবিষ্যতই বলবে। বিসিসিআই-এর তরফ থেকে আইসিসি-র সামনে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার কথা ও পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান অবস্থার কথা জানান হবে এবং দুই দেশ ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে খেলবে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা করা হবে ও সিদ্ধান্ত নেওয়া হবে।