ঘূর্ণিঝড়ের জেরে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ভেস্তে যাবে? সেটা নিশ্চিত করে বলা না গেলেও আপাতত বার্বাডোজে বৃষ্টির যা পূর্বাভাস, তাতে সেই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। যা রবিবারের মধ্যে হারিকেনে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতে এবং সোমবার সকালের মধ্যে উইন্ডওয়ার্ড দ্বীপ পার করতে পারে সেই ঘূর্ণিঝড় (বা সম্ভাব্য হারিকেন)। আর সেই উইন্ডওয়ার্ড দ্বীপ থেকে বার্বোডোজের দূরত্ব খুব একটা বেশি নয়। ফলে বার্বাডোজ এবং পার্শ্ববর্তী বিভিন্ন দ্বীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস আছে। তাতেই আশঙ্কা তৈরি হয়েছে যে রিজার্ভ ডে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষ করা যাবে তো?
এমনিতে নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) থেকে বিশ্বকাপ ফাইনাল শুরু হবে। সকাল ১০ টায় টস করতে আসবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, প্রাথমিকভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ২৯ শতাংশ। বেলা ১২ টা থেকে বৃষ্টির আশঙ্কা আরও বাড়বে। দিনভরই বৃষ্টির আশঙ্কা আছে। রাতে আরও বাড়বে। এমনকী রিজার্ভ ডে'তেও বৃষ্টির আশঙ্কা আছে।
যদিও অনেকের আশা, শনিবার রাত থেকে মূলত বৃষ্টি বাড়বে। রবিবার থেকে বেশি বৃষ্টি হবে। ফলে অভাবনীয় কিছু না হলে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষ করা যাবে (ম্যাচ হওয়ার জন্য প্রতিটি দলকে ন্যূনতম ১০ ওভার ব্যাটিং করতে হবে) । হয়ত বৃষ্টির জন্য একদম ঘড়ির কাঁটা ধরে খেলা হবে না। কিন্তু শনিবারই ফাইনাল শেষ করা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহলের।
শনিবার বার্বাডোজে প্রতি ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কত?
১) সকাল ৮ টা: ৫১ শতাংশ।
২) সকাল ৯ টা: ৪৭ শতাংশ।
৩) সকাল ১০ টা: ২৯ শতাংশ।
৪) সকাল ১১ টা: ২৯ শতাংশ।
৫) বেলা ১২ টা: ৩৫ শতাংশ।
৬) দুপুর ১ টা: ৫১ শতাংশ।
৭) দুপুর ২ টো: ৪৭ শতাংশ।
৮) ) দুপুর ৩ টে: ৪০ শতাংশ।
৯) বিকেল ৪ টে: ৩৪ শতাংশ।
১০) বিকেল ৫ টা: ৩৪ শতাংশ।
১১) সন্ধ্যা ৬ টা: ৩৩ শতাংশ।
১২) সন্ধ্যা ৭ টা: ৩৩ শতাংশ।
১৩) রাত ৮ টা: ৩৩ শতাংশ।
১৪) রাত ৯ টা: ৩৬ শতাংশ।
১৫) রাত ১০ টা: ৪৭ শতাংশ।
১১) রাত ১১ টা: ৫১ শতাংশ।
রবিবার বার্বাডোজে প্রতি ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কত?
১) রাত ১২ টা: ৫১ শতাংশ।
২) রাত ১ টা: ৪৯ শতাংশ।
৩) রাত ২ টো: ৬১ শতাংশ।
৪) রাত ৩ টে: ৬৬ শতাংশ।
৫) ভোর ৪ টে: ৪০ শতাংশ।
৬) ভোর ৫ টা: ৩৪ শতাংশ।
৭) সকাল ৬ টা: ২৯ শতাংশ।
৮) সকাল ৭ টা: ২০ শতাংশ।
৯) সকাল ৮ টা: ২০ শতাংশ।
১০) সকাল ৯ টা: ২০ শতাংশ।
১১) সকাল ১০ টা: ২০ শতাংশ।
১২) সকাল ১১ টা: ২০ শতাংশ।
১৩) বেলা ১২ টা: ২৫ শতাংশ।
১৪) দুপুর ১ টা: ৫৫ শতাংশ।
১৫) দুপুর ২ টো: ৬০ শতাংশ।
১৬) দুপুর ৩ টে: ৪৯ শতাংশ।
১৭) বিকেল ৪ টে: ৪৪ শতাংশ।
১৮) বিকেল ৫ টা: ৪৮ শতাংশ।
১৯) সন্ধ্যা ৬ টা: ৫২ শতাংশ।
২০) সন্ধ্যা ৭ টা: ৪৯ শতাংশ।
২১) রাত ৮ টা: ৪৯ শতাংশ।
২২) রাত ৯ টা: ৬৩ শতাংশ।
২৩) রাত ১০ টা: ৮০ শতাংশ।
২৪) রাত ১১ টা: ৮১ শতাংশ।
বৃষ্টি নিয়ে ফাইনালের নিয়ম? ম্যাচ ভেস্তে গেলে কারা জিতবে?
শনিবার বিশ্বকাপ ফাইনাল শেষ করার জন্য বাড়তি ১৯০ মিনিট বরাদ্দ করা হয়েছে। শনিবারই ম্যাচটা শেষ করার চেষ্টা করা হবে। তবে কোনও একটি দলকে জয়ী ঘোষণা করার জন্য দুটি টিমকেই ন্যূনতম ১০ ওভার ব্যাট করতে হবে। শনিবার যদি সেটা সম্ভব না হয়, তাহলে রিজার্ভ ডে'তে গড়াবে ম্যাচ। শনিবার যেখানে খেলা শেষ হবে, সেখান থেকেই রবিবার শুরু হবে খেলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে খেলা শুরু হবে। যদি রবিবারও ম্যাচ শেষ করা না যায়, তাহলে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে যুগ্ম জয়ী হিসেবে ঘোষণা করা হবে।