বিগ ব্যাশ লিগে ভয়ঙ্কর দুর্ঘটনা। ক্যাচ ধরতে গিয়ে দুই ক্রিকেটারের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে বেশ কিছুক্ষণ মাঠের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েছিলেন তাঁরা। এরপর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় দুই ক্রিকেটারকে। নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় ব্যানক্রফটের। কিন্তু নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়েন তিনি। তবে স্যামসকে মিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। গতকাল প্রাথমিক খবরে জানা যায়, দু'জনেরই ‘কনকাশন’ হয়েছে। মনে করা হচ্ছিল সম্ভবত হাড়ও ভেঙে গিয়েছে। আরও ভালো ভাবে পরীক্ষার জন্য তাঁদের দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট ম্যাচ চলাকালীন এই বিষয়ে আপডেট দেন প্রাক্তন অজি ক্রিকেটার এবং সিডনি থান্ডার দলের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড।
কেমন আছেন দুই ক্রিকেটার?
এদিন ট্রেন্ট সেভেন ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় এই বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, ‘বর্তমানে দুই ক্রিকেটারই পার্থে হাসপাতালে আছে। তবে তারা ভালো রয়েছে। কথা বলতে পারছে। ক্যামেরন ব্যানক্রফটের কাঁধে এবং নাকে চোট রয়েছে। ফ্র্যাকচার দেখা গিয়েছে। বাকি মরশুমে তাকে আর বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে না। অন্যদিকে ড্যানিয়েল স্যামস কনকাশন প্রটোকলের কারণে অন্তত আগামী ১২ দিন মাঠের বাইরে থাকবে।’ জানা যাচ্ছে, সিটি স্ক্যানের ফলাফলের পরে উভয় খেলোয়াড়কে শনিবার বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। রিপোর্টে আর কোনও উল্লেখযোগ্য আঘাত দেখা না যাওয়ায় ওই সিদ্ধান্ত। তবে তাঁরা আপাতত পার্থে থাকবে, সিডনি থান্ডারের ব্যাকরুম স্টাফরা তাঁদের দু’জনের স্বাস্থ্যের উপর নজর রাখবে। বাকি স্কোয়াড ব্রিসবেনে পরবর্তী খেলার জন্য উড়ে যাবে। জানা গিয়েছে ব্যানক্রফটের নাক ফেটে গিয়েছে ও কাঁধে ফ্র্যাকচার হয়েছে।
ভয়ঙ্কর ঘটনাটি কী ঘটেছিল?
শুক্রবার BBL-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পার্থ স্কচার্স এবং সিডনি থান্ডার। অপ্টাস স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। দুর্ঘটনাটি ঘটে ১৬ তম ওভারে। সেই সময় বল করছিলেন লকি ফার্গুসন। ওভারের দ্বিতীয় বলটা মিড উইকেটের দিকে উঠিয়ে মারেন পার্থের ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ ধরার তাগিদে ৩০ গজের বৃত্ত থেকে পিছন দিকে দৌড়াতে থাকেন সিডনির খেলোয়াড় স্যামস। আর অন্যদিকে আউটফিল্ড থেকে প্রবল গতিতে দৌড়ে আসতে থাকেন ব্যানক্রফট। বলের কাছে প্রথমে পৌঁছে যান স্যামস। ক্যাচ ধরে নেন তিনি। সেই সময় ব্যানক্রফটের সঙ্গে জোরাল সংঘর্ষ হয় তাঁর। মাটিতে লুটিয়ে পড়েন দু’জন। নিস্তেজ দেখায় তাঁদের। আতঙ্ক ছড়ায় মাঠের মধ্যে। দুর্ঘটনার কারণে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা।