বাংলা নিউজ > ক্রিকেট > মন্ত্রীর পদ পেতেই, BCB সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে চান নাজমুল হাসান
পরবর্তী খবর
মন্ত্রীর পদ পেতেই, BCB সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে চান নাজমুল হাসান
2 মিনিটে পড়ুন Updated: 13 Jan 2024, 09:01 PM ISTTania Roy
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জিতেছেন নাজমুল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ক্রীড়া এবং যুবকল্যাণ দফতরের দায়িত্ব দিয়েছেন। আর নতুন দায়িত্ব পাওয়ার পরেই বিসিবি-র সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
নাজমুল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এখন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হওয়া নাজমুল হাসান নতুন দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চান। নতুন সভাপতি কে হতে পারেন, এ নিয়েও আলোচনা চলছে।
৭ জানুয়ারি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর, ১১ জানুয়ারি নাজমুলকে যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। সেখানে বেশি সময় দিতেই নাকি বিসিবি সভাপতির পদ ছাড়ছেন নাজমুল হাসান। প্রসঙ্গত, ২০১২ সাল থেকে বিসিবি-র হয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের নাজমুল বলেন, ‘আমি যদি (বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী) উভয় পদেই থাকতে চাই, তাতে আইনের কোনও সমস্যা নেই। মন্ত্রিত্ব পাওয়া এবং বিসিবির পদ ছাড়ার মধ্যে কোনও সম্পর্কও নেই। কারণ এর আগে বেশ কয়েক জন মন্ত্রীও দায়িত্ব পালন করেছিলেন। এই চল বিদেশেও রয়েছে। এবং এটি সমস্যাই নয়।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তবে সেটা না হলেই ভালো হবে (উভয় পদের দায়িত্ব সামলানো)। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে, আমি বুঝি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি। ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাছে এখন সব খেলারই সমান গুরুত্ব।’
টানা তৃতীয় মেয়াদে বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়া নাজমুলের সরে যাওয়ার ইচ্ছা প্রকাশের আরও একটা কারণও রয়েছে। তিনি বলেছেন, ‘আমি এই টার্মে সবাপতি হতে চাইনি। ইচ্ছে ছিল না, কিন্তু হয়েছি। আগে থেকেই বলেছি, এটাই আমার শেষ টার্ম। এখন যেহেতু একটা নতুন দায়িত্ব এসেছে, আমার মনে হয় এখন সরে যেতে পারলে ভালো। তবে আমি এমন কিছু করব না, যাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়। সেটা মাথায় রাখব। যেটা ক্রিকেটের জন্য ভালো হবে, তাই করব। সঠিক পথে আগে বের হয়ে আসতে পারলে আসব, তবে আসার আগে এটাও নিশ্চিত করব যে, কোনও সমস্যা হবে না। সামনে কী হবে, সেটা পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করবে। অনেক কিছুই আমি কখনও ভাবিনি আমি করব, কিন্তু এখন তো হচ্ছে।’