
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের লোক হাসানো। প্রথম ম্যাচেই আনকোরা মার্কিন যুক্তরাষ্ট্র দলের বিরুদ্ধে হেরে গেলেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। এত তারকাখচিত বোলিং লাইন আপ নিয়েও ম্যাচ জিততে পারল না পাকিস্তান, অবশ্য বোলারদের থেকে ব্যাটারদের ব্যর্থতাই এক্ষেত্রে বেশি। পিচ বুঝতে না পেরে, ২৬ রানেই টপ অর্ডারের অধিকাংশ ব্যাটার সাজঘরে ফিরে যায়। এরপর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম করেন ৪৩ বলে ৪৪ রান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে পাকিস্তান দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতে সাহায্য করেন শাদাব খান, করেন ২৫ বলে ৪০ রান। অথচ ম্যাচ হারতেই, সেই শাদাব খানের ওপরেই দায় চাপালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, বললেন স্পিনারদের জন্যই ম্যাচ হারতে হয়েছে।
আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের পর অবশ্য প্রশ্ন উঠে গেছে পাক অধিনায়ক বাবর আজমের স্ট্র্যাটেজি নিয়ে। কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, জসপ্রীত বুমরাহ এবং নাসিম শাহের মধ্যে বাছতে দেওয়া হলে স্লগ ওভারে কাকে নেবেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন নাসিম শাহের নাম। অথচ মার্কিনদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময় সেই নাসিমের ওপর ভরসা না রেখে মহম্মদ আমিরের হাতে তুলে দেন বল, সুপার ওভারে গিয়ে সাতটি ওয়াইড করেন পাকিস্তানের বর্ষিয়াণ পেসার, অথচ ম্যাচ হারের পর নিজের সিদ্ধান্তের জন্য আত্মসমালোচনা না করে, অলরাউন্ডার শাদাব খানের দিকেই নাম না করে আঙুল তোলেন পাকিস্তানের অধিনায়ক।
আরও পড়ুন-সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক
শাদাব খান ৩ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি, ইফতিখার আহমেদ এক ওভারে বিনা উইকেটে ১০ রান দেন। ১৫৯ রান ডিফেন্ড করতে নেমে স্পিনাররা উইকেট না পাওয়াতেই ম্যাচ হারতে হয়েছে, সাংবাদিক সম্মেলনে এসে বললেন বাবর আজম। পাক অধিনায়ক বলেন, ‘ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে আমরা ভালো খেলতে পারিনি, পরপর উইকেট হারানোয় ব্যাকফুটে চলে যায় দল। আর মাঝের ওভারে আমাদের স্পিনাররা উইকেট নিতে পারেনি, তাই সেটাও ম্যাচ হারের অন্যতম কারণ। উইকেট টু পেসড ছিল, কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে মানিয়ে নেওয়া উচিত ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দল তিন বিভাগেই আমাদের টেক্কা দিয়ে ম্যাচ জিতেছে ’ ।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ম্যাচ শেষে বলেছেন, ‘যেভাবে আমরা টস জেতার পর প্রথম ৬ ওভারে বোলিং করে, ওদের ব্যাটারদের চুপ করিয়ে রেখেছিলাম, সেটা বড় ব্যাপার। ১৬০ রান টার্গেট হওয়ায় আমরা জানতাম ম্যাচ আমাদের হাতেই রয়েছে, শুধু একটা পার্টনারশিপ দরকার। এত বড় প্রতিযোগিতা তো আমরা সচরাচর খেলতে পারিনা, তাই প্রথম বল থেকেই দলের প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি টি২০ বিশ্বকাপের মঞ্চে’।
৳7,777 IPL 2025 Sports Bonus