কেন বিরাট কোহলি ম্যাচের সেরা? কুলদীপ যাদবকে কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেরা প্লেয়ার নির্বাচিত করা হয়নি? এই নিয়ে এবার বিতর্ক তৈরি করলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার গৌতম গম্ভীর।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। অপরাজিত ১২২ রান করেছিলেন তিনি। কোহলি ছাড়াও সেঞ্চুরি করে কেএল রাহুল (১১১ রান)। পাকিস্তান ব্যাট করতে নামলে কুলদীপ যাদবের ভেল্কিতে একেবারে গুটিয়ে যায় তারা। একাই ৫ উইকেট তুলে নেন তারকা লেগ-স্পিনার। এই ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত করা হয় কোহলিকে।
আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধেও ঝকঝকে হাফসেঞ্চুরি, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত
এর পিছনে অন্য কারণও রয়েছে। এক তো কোহলি দুরন্ত মেজাজে ৪৭তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন, তার উপর তিনি ১৩ হাজার রানও পূরণ করেছেন। ম্যাচের পরে স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনার সময়ে গৌতম গম্ভীর দাবি করেছেন, পাকিস্তানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কুলদীপের স্পেল নিঃসন্দেহে ম্যাচের রং বদলাতে সাহায্য করেছিল।
গম্ভীর বলেছেন, ‘আমার মতে কুলদীপ যাদবই ম্যাচের সেরা হওয়ার দাবীদার। আমি জানি বিরাট কোহলি এবং কেএল রাহুল শতরান করেছে। রোহিত শর্মা ও শুভমান গিল কঠিন পরিস্থিতিতে অর্ধশতরান করেছিল। তবুও এমন উইকেটে আমি কুলদীপকেই এগিয়ে রাখছি। কারণ ৮ ওভারে ২৫ রানে ৫ উইকেট নেওয়া কিন্তু মুখের কথা নয়। বিশেষ করে পাকিস্তানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে যারা সত্যিই ভালো স্পিন খেলে, এটি ম্যাচ পরিবর্তনকারী স্পেল ছিল।’
গম্ভীর যোগ করেছেন, ‘অনেকেই হয়তো বলবেন পেস বোলাররা তো জয়ের ভিত গড়ে দিয়েছিল। তবে আমার মতে কুলদীপের কৃতিত্ব মোটেও কম নয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা বিপক্ষ দল হলে আমি কুলদীপের হয়ে সওয়াল করতাম না। মনে রাখতে হবে পাক ব্যাটাররা সব সময়ে স্পিন ভালো খেলে। ওদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া মোটেও মুখের কথা নয়। আমি ম্যাচের সেরা হিসাবে আর অন্য কাউকে দেখছি না। আমার মতে কুলদীপ যাদবই প্লেয়ার অব দ্য ম্যাচ।’
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন কুলদীপ যাদব। তাই এই পারফরম্যান্স বিশ্বকাপে কুলদীপকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন গৌতম গম্ভীর। তিনি দাবি করেছেন, ‘পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে পারফর্ম করতে পারলে সবার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। কুলদীপের ক্ষেত্রেও সেটা হবে। সামনেই বিশ্বকাপ। কুলদীপের এমন পারফরম্যান্স যে ভারতীয় দলের কাছে স্বস্তি নিয়ে আসবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।’