শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েরও গুরুত্ব অপরিসীম। নিজেদেরকে ফিট রাখার জন্য ক্রিকেটাররা দিন-রাত অনুশীলন, জিম, ব্যায়ামে ব্যস্ত থাকেন। ভারতীয় ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে রান বাঁচানো থেকে শুরু করে ২২ গজে দ্রুত একটি বা দু'টি রান কার্যত চুরি করে নেওয়া- সব ক্ষেত্রেই ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। আরও বেশি করে গুরুত্বপূর্ণ ক্রিকেটের তিনটি ফর্ম্যাট হয়ে যাওয়ার পরে। পাশাপাশি অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে নানা ফিল্ডিং ড্রিল তো রয়েইছে। এই সব কিছুর মধ্যে দিয়েই ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম ভালো ফিল্ডিং দল হিসেবেও উঠে এসেছে। তবে চলতি এশিয়া কাপে ভারতের ফিল্ডিং নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে নেপালের বিরুদ্ধে ম্যাচে প্রথম পাঁচ ওভারের মধ্যে ভারতীয় ফিল্ডাররা তিন তিনটি সহজ ক্যাচ ফেলার পরে এই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আর এমন আবহেই ভারতীয় সিনিয়র দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, ফিল্ডিংয়ের সময়ে দলকে আরও শৃঙ্খলা পরায়ণ হতে হবে।
তবে শুধু ফিল্ডিং নয় নেপাল ম্যাচের পরে ভারতীয় বোলিংকেও আরও বেশি শৃঙ্খলারক্ষা করতে হবে বলেই মনে করেন বিক্রম রাঠোর। পাল্লেকেলেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোহিত শর্মা এবং শুভমন গিলের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় ছিনিয়ে নিয়েছে। তবে ম্যাচে নেপালের ব্যাটিংয়ের সময়ে প্রথম দশ ওভারে তিন তিনটি সহজ ক্যাচ ছেড়েছেন ভারতীয় ফিল্ডাররা। প্রথম স্লিপে শ্রেয়স আইয়ার, কভার অঞ্চলে বিরাট কোহলি এবং উইকেট রক্ষক ইশান কিষাণ তিন জনেই এদিন ম্যাচে সহজ ক্যাচ ছাড়েন। যা নিঃসন্দেহে চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। তা স্পষ্ট হয়ে গিয়েছে বিক্রম রাঠোরের কথাতে।
আরও পড়ুন: বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে কেন কোনও রিজার্ভ প্লেয়ারের নাম ঘোষণা করেনি টিম ইন্ডিয়া?
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঠোর বলেন, ‘আজকের ম্যাচের (নেপাল) উইকেট খুব ভালো ছিল। ব্যাটিং সহায়ক ছিল। পাকিস্তান ম্যাচের থেকে উইকেটটা অনেকটা ভালো ছিল। তবে এটা বলব, আমাদের মাঠে আরও বেশি শৃঙ্খলা বজায় রাখা উচিত ছিল। আমরা তিন তিনটে ক্যাচ ফেলেছি। যা ওদেরকে (নেপালকে) খুব সাহায্য করেছ। তবে ওরা ভালো ব্যাটও করেছে। আমি খুশি যে ওই তিনটে ক্যাচ ফেলার জন্য আমাদের বড় কোনও অসুবিধায় পড়তে হয়নি। রান তাড়া করার ক্ষেত্রে আমরা যে তাগিদটা দেখিয়েছি, তা অসাধারণ। আমরা আরও ভালো খেলার চেষ্টা করব। শুরুটা আরও ভালো করার প্রয়াস থাকবে আমাদের। পরিবেশ, পরিস্থিতি এবং বোলিং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থাকে, সেটাও মাথায় রাখতে হবে। উইকেট পড়তেই পারে। তবে আমরা ম্যাচে (পাকিস্তান) বেশ ভালো কামব্যাক করি। ২৬০ রানের বেশি করাটা কম কথা নয়।’