ধোনিকে ঘিরে ৬ KKR খেলোয়াড়- গম্ভীরের সেই 'টেস্ট' ফিল্ডিংয়ের স্মৃতি উসকে দিলেন রাহানে
1 মিনিটে পড়ুন Updated: 11 Apr 2025, 11:20 PM ISTIPL 2025, KKR vs CSK- গৌতম গম্ভীরের কথা মনে করিয়ে দিলেন আজিঙ্কা রাহানে।

IPLএ চিপকের মাঠে গিয়ে চেন্নাই সুপার কিংসকে কচুকাটা করে এল আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের শুরুতে এমন অনুমান করা যায়নি অবশ্য। কিন্তু নাইটদের স্পিনাররা দুর্ধর্ষ বোলিং করে দলকে জয় এনে দিয়েছেন। যার কথা সব থেকে বেশি করে বলার, তিনি হলেন সুনীল নারিন। পাওয়ারপ্লের মধ্যেই একটা ক্যাচ মিস করেছিলেন তিনি। বিজয় শঙ্করের সেই ক্যাচ মিড অফে দাঁড়িয়ে মিস করার পর নিজের বিবেক বোধ উদয় হয় নারিনের। আর তাতেই তিনি কার্যত ধ্বংস করে দিলেন মাহির চেন্নাই সুপার কিংসকে। ৩ উইকেট নিলেন মাত্র ১৩ রানে, তাতেই খরকুটোর মতো উড়ে গেল চেন্নাই। ব্যাট হাতেও নারিন করে গেলেন ১৮ বলে ৪৪ রান। স্বাভাবিকভাবেই তিনি ম্যাচের সেরা হলেন।
তবে বাস্তব দিক দিয়ে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু আজকের ম্যাচের সেরা কেকেআরের অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং টিম ম্যানেজমেন্ট। ডোয়েন ব্র্যাভো দীর্ঘদিন চিপকে খেলেছেন। তাই তো চেন্নাইয়ের বিরুদ্ধে রাহানের সঙ্গে আলোচনা করেই তিনি স্পিনার মইন আলিকে মাঠে নামিয়েছিলেন, বাদ দিয়েছিলেন জনসনকে। আর সেই মাস্টারস্ট্রোক কাজে লেগে যেতেই আর পিছন ফিরে তাকাতে হল না নাইট রাইডার্সকে।
তবে ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে চাপে ফেলতে আজিঙ্কা রাহানে যা করলেন, তা মনে করিয়ে দিল বেশ কিছু বছর আগের গৌতম গম্ভীরকে। রাইপিং পুণে সুপার জায়ান্টে মহেন্দ্র সিং ধোনি খেলার সময় তাঁর বিরুদ্ধে ফুল অ্যাটাকিং ফিল্ড সেট করেছিলেন গৌতি। অর্থাৎ ধোনিকে বড় শট খেলার সুযোগ না দিতে স্পিনারের বিরুদ্ধে শর্ট ফাইন লেগ, স্লিপ, সিলি পয়েন্ট সবই তিনি রেখেছিলেন।
এদিন আজিঙ্কা রাহানেও মনে করালেন সেদিনের কথা। মহেন্দ্র সিং ধোনি যখন খেলতে নেমেছিলেন এদিন কেকেআরের বিরুদ্ধে ততক্ষণে সিএসকের ৭ উইকেট আউট হয়ে গেছে ৭২ রানের মধ্যে। তাই ধোনিও ছিলেন যথেষ্ট চাপে। ৯ নম্বরে ব্যাট করতে নামা মাহিকেও অ্যাটাক করতে পাল্টা স্লিপ এবং শর্ট ফাইন লেগে ফিল্ডার রেখে ফিল্ডিং সেট করলেন কেকেআরের অধিনায়ক রাহানে। এর কয়েক বল পরই আউট হয়ে গেলেন ধোনি। সোশাল মিডিয়ায় রাহানের অ্যাটাকিং ফিল্ড নিয়েও ট্রোলিং হচ্ছে।
সেই স্পিনারের বলেই ধোনি আউট হলেন। আগের ওভারেরই বরুণ চক্রবর্তীর বলে ধোনির একটি ক্যাচ উঠেছিল, তবে তা ফাইন লেগের দিকে থাকায় তা ধরা সম্ভব হয়নি। তবে নারিনের পরের ওভারেই মাত্র ৪ বলে ১ রান করে ধোনি আউট হয়ে সাজঘরে ফিরলেন। ধোনির বিরুদ্ধে রাহানের এমন সাহসী ফিল্ডিং সেট দেখে অবাক সকলেই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports