আইপিএল ২০২৫ মেগা নিলামে ইংল্যান্ডের তরুণ ব্যাটিং সেনসেশন জেকব বেথেলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবকিছু ঠিকঠাক থাকলে বিরাট কোহলির সঙ্গে বেথেলকে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে।
Ad
বিরাট কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল (ছবি-AP)
আইপিএল ২০২৫ মেগা নিলামে ইংল্যান্ডের তরুণ ব্যাটিং সেনসেশন জেকব বেথেলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবকিছু ঠিকঠাক থাকলে বিরাট কোহলির সঙ্গে বেথেলকে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে। মাত্র ৭ টি-টোয়েন্টি খেলার সীমিত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ২১ বছর বয়সি ব্রিটিশ ক্রিকেটার আইপিএল-এ ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
IPL 2025 Auction-এ কত টাকা পেয়েছিলেন বেথেল-
এবারের নিলামে বাঁ-হাতি ব্যাটার জেকব বেথেল তাঁর বেস প্রাইস রেখেছিল ১.২৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ তার জন্য প্রাথমিক বিড করেছিল এরপরে RCB এই রেসে যোগ দেয়। জেকব বেথেলকে নিয়ে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে বিডিং যুদ্ধে লিপ্ত হয়। আরসিবি শেষ পর্যন্ত পঞ্জাব কিংসকে হারিয়ে ২.৬০ কোটি টাকার বিনিময়ে ইংলিশম্যানকে কিনে নেন।
যখন জেকব বেথেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আরসিবিতে কার সঙ্গে খেলাতে চান। তিনি এর সোজা উত্তর দিয়েছেন। জেকব বেথেল আসলে বিরাট কোহলির সঙ্গে ব্য়াট করতে মুখিয়ে রয়েছেন। জেকব বেথেল ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন বলেছেন, ‘আমি মনে করি এটা আমার জন্য অনেক কিছু। এটা আমায় অনেক কিছু দেবে। তাই নয় কি? বিরাট কোহলি, তিনি তো এই খেলার একজন দুর্দান্ত প্লেয়ার- তিনি তো কিং কোহলি। যে কোনও তরুণ বিদেশি খেলোয়াড় সেখানে গিয়েছে তারা প্রচুর অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে।’
সম্প্রতি ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন বেথেল। সহ-অধিনায়ক অলি পোপের পরিবর্তে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। দারুণ ব্যাট করে সকলের নজর কেড়েছেন জেকব বেথেল। ২১ বছর বয়সি এই তিন নম্বর স্থানে সুযোগ পাওয়ার আশা করছেন। কারণ তার খেলাটি পজিশনের চাহিদার সঙ্গে পুরোপুরি খাপ খায়। জেকব বেথেল বলেন, ‘আমি উপরের দিকে ব্যাটিং করতে পছন্দ করি। হ্যা যদি উপের ব্য়াটিং করার সুযোগ পাই তাহলে সত্যি আমি খুশি হব। আমি সব সময় প্রথম চারে ব্যাটিং করতে চাই, তবে তিন নম্বরটা আমার সবথেকে বেশি পছন্দের।’