আঠারো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী রাত আড়াইটে নাগাদ) শুভাংশু-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল। আর প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে লখনউয়ে বসে সেই দৃশ্যের সাক্ষী দেখে আবেগে ভেসে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের বাবা শম্ভুদয়াল এবং মা আশা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে শুভাংশুদের 'ড্রাগন' নামতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। শুভাংশুর মায়ের চোখে কিছুটা জলও দেখা যায়। তারইমধ্যে 'চক দে ইন্ডিয়া' গান বাজানো হতে থাকে। সেই গানে গলা মিলিয়ে জাতীয় পতাকা ওড়াতে থাকেন শুভাংশুর মা।
সাড়ে ২২ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন শুভাংশু
আর সেই মুহূর্তটার জন্য সোমবার থেকেই অপেক্ষা করছিল শুভাংশুর পরিবার-সহ পুরো ভারত। সোমবার বিকেলে ৪ টে ৪৫ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইসিসি) থেকে ড্রাগন 'গ্রেস' মহাকাশযান বিচ্ছিন্ন হয়ে যায়। সাড়ে ২২ ঘণ্টার যাত্রা শেষে ক্রু-কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুকে নিয়ে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে শুভাংশুদের ড্রাগন মহাকাশযান।
আরও পড়ুন: বাড়িতে না জানিয়েই UPSC ক্র্যাক করেন, ইসরোর ক্যাপ্টেন শুভাংশুর কাহিনির পরতে পরতে চমক
শুভাংশুকে স্যালুট ভারতের প্রধানমন্ত্রীর
তারপরই উচ্ছ্বাসে ভেসে গিয়েছে ভারত। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'মহাকাশে ঐতিহাসিক মিশনের শেষে পৃথিবীতে ফিরে আসায় পুরো দেশের মতো আমিও শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানাচ্ছি। ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছেন তিনি। নিজের নিষ্ঠা, সাহসিকতা এবং পথপ্রদর্শকের মনোভাবের মাধ্যমে ১০০ কোটি স্বপ্নকে অনুপ্রেরণা জুগিয়েছেন।'
আরও পড়ুন: 'ভারতের দেজা-ভু মুহূর্ত', শুভাংশুকে নিয়ে বার্তা বায়ুসেনার, প্রশংসায় মোদী
গগনযানের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
অ্যাক্সিয়ম-৪ মিশনের অন্যতম সদস্য হিসেবে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু যে মহাকাশে কাটিয়ে এসেছেন, তা ‘গগনযান’-র ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো আগে কখনও মহাকাশে নভোশ্চর পাঠায়নি। সেই পরিস্থিতিতে শুভাংশু যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন, তা ইসরোর গগনযান মিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মহাকাশে গিয়ে শুধুই ঘুম, অন্যের 'ভুল' দেখে 'মজা' পাচ্ছেন শুভাংশু
তবে এখনই শুভাংশুরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটানোর ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মানিয়ে নিতে তাঁদের কিছুটা সময় লাগবে। সেজন্য সুনীতা উইলিয়ামসদের মতোই শুভাংশুদের এখন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। চালানো হবে বিশেষ নজরদারি। তারপর তাঁরা স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন।