সোমবার প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির ফলাফল। উল্লেখ্য, এই পরীক্ষা সংগঠিত হয় ২৮ মে। ইউপিএসসি সিএসই মেইনস পরীক্ষার জন্য যাঁরা উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষার ফলাফলে তাঁদেরও নাম প্রকাশিত হয়েছে। সেই নামের তালিকা এদিন কমিশনের তরফে প্রকাশ্যে এসেছে। প্রকাশিত হয়েছে তা ইউপিএসসির ওয়েবসাইটে।
ইউপিএসির ওয়েবসাইট upsconline.nic.in এবং upsc.gov.in থেকে এই ফলাফল দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই ফলাফলের সঙ্গেই আলাদা করে কমিশন, আইএফএস পরীক্ষা (মেইনস) এ উত্তীর্ণদের রোল নম্বরও প্রকাশ্যে এনেছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মেইনসের মূল পরীক্ষার ফলাফলও ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সঙ্গে একইসঙ্গে প্রকাশিত হল। এদিকে, ইউপিএসসিতে মেইনস পরীক্ষায় অংশ নিতে ডিটেলড অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ফিল আপ করতে হবে পরীক্ষার্থীদের। ওয়েবসাইটেই এই পরীক্ষার ফলাফলের বিস্তারিত লেখা থাকবে। মার্কস, কাট অফ মার্কস, অ্যানসার কি -ও থাকবে ওয়েবসাইটে। তবে তা চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই ওয়েবসাইটে থাকবে।
ফলাফল দেখে নিতে এই লিঙ্কে ক্লিক করুন।
ফলাফল দেখে নিতে এই লিঙ্কে ক্লিক করুন।
উল্লেখ্য, ইউপিএসইর পরীক্ষা তিনটি বড় ধাপ পার করে পূর্ণ হয়। তারমধ্যে একটি হল প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে বিভিন্ন বিধি ও নিয়ম মেনে উত্তীর্ণ হওয়া যায় মেইনস পরীক্ষার জন্য। তারপর আসে 'মেইন' পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে আসে ইন্টারভিউ পর্ব। সেই পর্বের পর বাছাই করা হয় দেশের তাবড় সরকারি অফিসার পদে নিয়োগের উপযুক্ত ব্যক্তিত্বদের। এই পরীক্ষার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস, ও কেন্দ্রীয় সরকারি পরীক্ষার গ্রিপ এ ও বি পদের জন্য নির্বাচিত হন এই পরীক্ষার্থীরা।